বানিয়াচংয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৭ নভেম্বর) সকালে বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশাসন কতৃক আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি, বানিয়াচং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার।
এ সময় আরও বক্তব্য রাখেন,
বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল হাসান কাজল, বানিয়াচং আইডিয়েল কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল জসিম উদ্দিন প্রমুখ।
এছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকরানা, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান, একাডেমিক সুপারভাইজার সম্পদ কান্তি তালুকদার প্রমুখ।
মেলায় যেকোন উদ্ভাবনী বিষয় নিয়ে যে কেউ স্টল দিতে পারবেন। তবে স্টল স্থাপনের পূর্বে প্রশাসনকে অবগত করতে হবে।
সভায় আগামী ০৯ নভেম্বর বুধবার ১ দিনব্যাপী বানিয়াচং উপজেলা পরিষদ মাঠে ডিজিটাল উদ্ভাবনী মেলা করার সিদ্ধান্ত হয়।
১৪ দিন ১ ঘন্টা ৫৩ মিনিট আগে
১৫ দিন ১ ঘন্টা ৪১ মিনিট আগে
২২ দিন ১৪ মিনিট আগে
২৪ দিন ৪ ঘন্টা ১৬ মিনিট আগে
৩৫ দিন ৯ ঘন্টা ১১ মিনিট আগে
৪৯ দিন ৪৬ মিনিট আগে
৪৯ দিন ৫ ঘন্টা ৩৯ মিনিট আগে
৫৪ দিন ৭ ঘন্টা ৪৯ মিনিট আগে