চট্টগ্রাম বাঁশখালীতে রাজ ধনেশ পাখি ধরার কারণে সেলিম ও মিজানুর রহমান নামের দুই পাচারকারীকে আটক করেছে থানা পুলিশ । এসময় আটক আসামিদের কাছ থেকে চারটি বিরল প্রজাতির পাখি উদ্ধার করা হয়। গোপন সংবাদের বিত্তিতে গতকাল ২৫ মে, বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার দিকে পুরো বাঁশখালীর বিভিন্ন স্পটে পুলিশ চেকপোস্ট বসিয়ে গুনাগরী এলাকা থেকে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ কামাল উদ্দিনের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করে দুই পাচারকারী ও পাখিগুলো আটক করা হয়। আটক পাচারকারীরা হলো, সেলিম কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন ফাঁসিয়াখালী ইউনিয়ন ২নং ওয়ার্ড মৃত আব্দুল খালেক এর পুত্র এবং বাগেরহাট জেলার সরনখোলা থানাধীন, খোন্তাকাটা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত ফজলুল হকের পুত্র মিজানুর রহমান।
বাঁশখালী থানা সূত্রে জানা যায়, বন্যপ্রাণী পাচারকারী চক্রের কয়েকজন সদস্য বান্দরবান জেলার আলিকদম থানা এলাকা হতে অতি বিরল প্রজাতির রাজ ধনেশ পাখিগুলো নিয়ে কক্সবাজার জেলার চকরিয়া হইতে পেকুয়া এবং বাঁশখালী থানা এলাকা অতিক্রম করে সিএনজি যোগে চট্টগ্রাম মহানগরের উদ্দেশ্যে রওনা হয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম পুলিশ সুপারের নির্দেশক্রমে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ কামাল উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ পরিদর্শক মোহাম্মদ সোলাইমান এসআই মাকসুদ, এসআই খালেদ বাঁশখালীর প্রধান সড়কে বিভিন্ন স্পটে তল্লাশি চালিয়ে কালিপুর ইউনিয়নের গুনাগরী বাজার এলাকা হতে তাদের আটক করতে সক্ষম হয়।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার জন্য বাঁশখালী থানার পক্ষ থেকে উপজেলা প্রশাসনকে অবহিত করা হলে, উপজেলা প্রশাসনের পক্ষে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিব মেজিস্ট্রেট, খন্দকার মাহমুদুল হাসান দুই পাচারকারীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে আদালতে প্রেরণা করে, একই সাথে পাখিগুলোকে উন্নত চিকিৎসা সহ চট্টগ্রাম চিড়িয়াখানায় জনগণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানান। এতে আরো উপস্থিত ছিলেন আনোয়ারা বাঁশখালী এলাকার সহকারী পুলিশ সুপার কামরুল হাসান, বাঁশখালী ইকোপার্ক এর রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ। আনোয়ারা-বাঁশখালী এলাকার সহকারী পুলিশ সুপার কামরুল হাসান, চক্রের সদস্যের জিজ্ঞাসাবাদ করার পরে সাংবাদিকদের বলেন, আটকৃত দুই আসামী পার্বত্য এলাকা হতে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের প্রজাতি দেশের বিভিন্নস্থানে পাচার করে। তবে আজ বাঁশখালী থানার সুদক্ষ অফিসার ইনচার্জ নিজের একান্ত প্রচেষ্টায় দুই পাচারকারী সহ চারটি বিরল প্রজাতির রাজ ধনেশ পাখি বাঁশখালী’র প্রধান সড়ক সংলগ্ন কালিপুর ইউনিয়নের গুনাগরি বাজার থেকে আটক করেছে। বর্তমানে এগুলো ভ্রাম্যমান আদালত পরিচালনা করার পরে চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রেরণ করা হবে
৬১ দিন ৮ ঘন্টা ৩৯ মিনিট আগে
৭৫ দিন ৫ ঘন্টা ৫০ মিনিট আগে
৭৬ দিন ৯ ঘন্টা ৩৫ মিনিট আগে
১৪২ দিন ৮ ঘন্টা ৩৫ মিনিট আগে
১৫৭ দিন ৬ ঘন্টা ৪২ মিনিট আগে
১৮১ দিন ৪ ঘন্টা ২৬ মিনিট আগে
১৮২ দিন ১১ ঘন্টা ৫৬ মিনিট আগে
২১৫ দিন ১৭ ঘন্টা ১৯ মিনিট আগে