চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারা এলাকায় এক পাগলের ছুরিকাঘাতে বজলুল হক (৬৩) নামের এক ব্যক্তি নিহত হয়। ১১ জুলাই (মঙ্গলবার) সকাল আনুমানিক সাড়ে ৯ টার দিকে উপজেলার ৯ নং গণ্ডামারা ইউনিয়নের গণ্ডামারা বাজারস্থ গাউছিয়া হোটেলে এই ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তি গণ্ডামারা ইউপির ৩ নং ওয়ার্ড মুতৃ আবুল বশরের ছেলে মোঃ বজলুল হক (৬৩)। এব্যাপারে পুলিশ ঘটনাকারী নুরুল আজিজ সিকদার (নুলাইজ্জা)পাগলা(৪৫)কে আটক করেছে।আটককৃত নুরুল আজিজ ওই এলাকার মৃত্যু মোক্তার আহমদ সিকদারের ছেলে।
স্থানীয় ও সূত্রে জানা যায়,সকালে নিহত বজলুল হক গণ্ডামারা বাজারের গাউছিয়া হোটেলে নাস্তা করতেছিল,ওইসময় নুরুল আজিজ (পাগলা) হাশেমী সাহেব হুজুরের নামে শ্লোগান দিচ্ছে এবং শোর চিৎকার করে দোকানে ঢুকে, এমতবস্থায় বজলুল হক ওই পাগলাকে উদ্দেশ্য করে বলে যে,"পুরান পাগল ভাত পায়না"নয়া পগল আইছে এইসব কথায় পরস্পরের মধ্যে তর্কাতর্কি করাতে হাতাহাতির শুরু হয়,একপর্যায়ে এসময় দোকানে থাকা ছুরি নিয়ে বজলুল হককে ছুরিকাঘাত করে,পরে তাঁকে আহতাবস্থায় উদ্ধার করে প্রত্যক্ষদর্শীরা দ্রুত চিকিৎসা জন্যে হাসপাতালে পাটায়। নিহত বজলুল হকের ভাইপোত জিয়াউর রহমান সওদাগর বলেন, নুরুল আজিজ আমার চাচাকে ছুরিকাঘাত করেছে শুনে আমি দৌঁড়ে ঘটনাস্থলে যায়,এসময় আমার চাচার অবস্থা গুরুতর হওয়াতে দ্রুত হাসপাতালে পাঠাই,হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেছে, ময়নাতদন্ত রিপোর্ট আসলে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
বাঁশখালী থানার তদন্ত (ওসি) সুধাংশু হওলাদার বলেন,গণ্ডামারা বাজারে চায়ের দোকানে বজলুল হক( ৬২) নামের লোকটা চা খেতে যায়,এসময় নুরুল আজিজ নামের লোকটা গান গেয়ে গেয়ে ওই দোকানে ঢুকলে নিহত বজলুল হক বলে যে"পুরান পাগলে ভাত নপার নতুন পাগল আইছে এই কথার একপর্যায়ে ওই দোকান থেকে ছুরি নিয়ে নুরুল আজিজ নামের লোকটা বজলুল হকের গলার বাম পার্শ্বে ছুরিকাঘাত করে,এসময় ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শীরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করে,এই ঘটনায় নুরুল আজিজ (৪৫)কে আটক করা হয়েছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে,মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি
৬১ দিন ৮ ঘন্টা ৩৭ মিনিট আগে
৭৫ দিন ৫ ঘন্টা ৪৭ মিনিট আগে
৭৬ দিন ৯ ঘন্টা ৩২ মিনিট আগে
১৪২ দিন ৮ ঘন্টা ৩২ মিনিট আগে
১৫৭ দিন ৬ ঘন্টা ৪০ মিনিট আগে
১৮১ দিন ৪ ঘন্টা ২৪ মিনিট আগে
১৮২ দিন ১১ ঘন্টা ৫৪ মিনিট আগে
২১৫ দিন ১৭ ঘন্টা ১৭ মিনিট আগে