ঢাকায় পেশাগত দায়িত্ব পালনকালে ২৮ অক্টোবর সাংবাদিকদের ওপর হামলা ও এক সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে।সোমবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বরিশাল প্রেস ক্লাব। এতে একাত্মতা প্রকাশ করে বরিশালের বিভিন্ন সাংবাদিক সংগঠন।এ সময় সংক্ষিপ্ত সমাবেশ বক্তারা বলেন, রাজনৈত সমাবেশে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলা নিন্দনীয়। যারা এ ধরনের ন্যক্কারজনক হামলায় জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন- বরিশাল প্রেস ক্লাবের সহ-সভাপতি পুলক চ্যাটার্জি, সিনিয়র সদস্য নুরুল আলম ফরিদ, এখন টেলিভিশন বরিশাল ব্যুরো প্রধান ফেরদাউস সোহাগ, দেশ টিভির বরিশাল ব্যুরো প্রধান রাহাত খানসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।
৬৬ দিন ৭ ঘন্টা ৩২ মিনিট আগে
৭৬ দিন ১৪ ঘন্টা ৩৮ মিনিট আগে
৮৩ দিন ১১ ঘন্টা ১৩ মিনিট আগে
৮৩ দিন ১৫ ঘন্টা ৩২ মিনিট আগে
৮৫ দিন ১৩ ঘন্টা ২৭ মিনিট আগে
১১১ দিন ১২ ঘন্টা ৬ মিনিট আগে
১১১ দিন ১২ ঘন্টা ৮ মিনিট আগে
১১৮ দিন ১৪ ঘন্টা ৫৫ মিনিট আগে