আজ বৃহস্পতিবার, ৯ নভেম্বর সকাল ১২.৩০ বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে মাননীয় পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ সাইফুল ইসলাম বিপিএম-বার মহোদয়ের সভাপতিত্বে আসন্ন শ্মশান দিপালী ও কালী পূজা-২০২৩, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও শ্মশান কমিটি কর্তৃক গৃহীত সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্তে নগরীর পুজা উদযাপন কমিটির শীর্ষ নেতৃবৃন্দ'র সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সভাপতি মহোদয় বলেন, আসন্ন শ্মশান দিপালী ও কালী পূজা-২০২৩ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বরিশাল মহানগর পুলিশের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা। এছাড়া মহাশ্মশান কেন্দ্রিক পর্যাপ্ত সিসিটিভ ক্যামেরা স্থাপন ও ব্যবহার নিশ্চিত করা, স্বেচ্ছাসেবক মোতায়ন করা, মেলায় যে সকল দোকান বসবে তাদের আইডি কার্ড থাকা ও তাদের প্রত্যেকের প্রত্যয়নপত্র সংগ্রহ করা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।এ সময় শ্মশান দিপালী ও কালী পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ তাদের মতামত মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের নিকট তুলে ধরেন। এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) জনাব হাসান মোঃ শওকত আলী, উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মােঃ জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (সিএসবি)জনাব মােহাম্মদ জাকির হােসেন মজুমদার পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার ( ক্রাইম,অপারেশন এন্ড প্রসিকিউশন) জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব বি এম আশরাফ উল্যাহ তাহের সহ বিএমপি'র অন্যান্য কর্মকতাগণ এবং আয়োজক কমিটি'র নেতৃবৃন্দ।
৬৬ দিন ৭ ঘন্টা ৩২ মিনিট আগে
৭৬ দিন ১৪ ঘন্টা ৩৮ মিনিট আগে
৮৩ দিন ১১ ঘন্টা ১৩ মিনিট আগে
৮৩ দিন ১৫ ঘন্টা ৩২ মিনিট আগে
৮৫ দিন ১৩ ঘন্টা ২৭ মিনিট আগে
১১১ দিন ১২ ঘন্টা ৬ মিনিট আগে
১১১ দিন ১২ ঘন্টা ৮ মিনিট আগে
১১৮ দিন ১৪ ঘন্টা ৫৫ মিনিট আগে