বেগমগঞ্জে ২ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে মাদ্রাসার নতুন ভবন উদ্ভোধন
রিপন মজুমদার নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জে ইসলামপুর দাখিল মাদ্রাসায় ২ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে নতুন ভবন উদ্ভোধন করা হয়েছে বেগমগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মামুনুর রশিদ কিরণ এমপি।
এলাকাবাসী জানায় ইসলামপুর দাখিল মাদ্রাসার নতুন ভবন উদ্ভোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বেগমগঞ্জ উপজেলার ১৫নং শরীফপুর ইউনিয়নের ইসলামপুর দাখিল মাদ্রাসার প্রাঙ্গনে আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী-৩ বেগমগঞ্জ-চৌমুহনী আসনের জাতীয় সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মামুনুর রশীদ কিরণ। এমপি কিরণ বলেন শিক্ষার উন্নয়নে সরকারের পাশাপাশি গ্লোব কোম্পানি আপনাদের সাথে ছিল, আছে, থাকবে। এ বছর আমরা প্রায় ১শ কোটি টাকার মূল্যে অনুদান দিয়ে বেগমগঞ্জ উপজেলা শিক্ষার্থীদের শিক্ষা জন্য অনুদান দিয়েছি। তিনি আরো বলেন এ মাদ্রাসার আজকের ২ কোটি ৫৪ লক্ষ টাকা ব্যায়ে মাদ্রাসা ভবন তৈরি হয়েছে তার অবদান জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি অতিদ্রুত এ মাদ্রাসা দাখিল মাদ্রাসা থেকে আলীম মাদ্রাসা উপনীত করার জন্য প্রতিশ্রতি দেন। মাদ্রাসা শিক্ষক নুরুল আলমের সঞ্চালনায় মাদ্রাসার সুপার কাজী মাওলানা এম এ বাকীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, দৈনিক মানবজমিন পত্রিকা স্টাফ রিপোর্টার ও দৈনিক নোয়াখালী সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক নাসির উদ্দিন বাদল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক এডভোকেট আক্তারুজ্জামান আলছারী। শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান নোমান সিদ্দিকী, বক্তব্য রাখেন, মাদ্রাসার অভিভাবক ও সমাজসেবক রফিক উল্লাহ রাজু,নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক নেতা মোঃকাজী ইয়াছিন৷এ সময়ে অভিভাবক, প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। পরে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। বিশেষ অতিথির বক্তব্যে নাসির উদ্দিন বাদল বলেন, সাংবাদিকদের উপর নিপীড়ন মূলক ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান।
৩১৪ দিন ১৬ ঘন্টা ৩৭ মিনিট আগে
৩১৫ দিন ২০ ঘন্টা ৩৮ মিনিট আগে
৩১৬ দিন ৫৭ মিনিট আগে
৩১৭ দিন ১৮ ঘন্টা ২১ মিনিট আগে
৩১৭ দিন ১৮ ঘন্টা ৩৮ মিনিট আগে
৩১৮ দিন ২১ ঘন্টা ২৭ মিনিট আগে
৩২০ দিন ২২ ঘন্টা ৫৭ মিনিট আগে
৩২০ দিন ২৩ ঘন্টা ২৩ মিনিট আগে