চট্টগ্রামের চন্দনাইশে হাসিমপুর ৭নং ওয়ার্ডে কৃষি জমির উপরিভাগের মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা ও স্ক্র্যাভেটর জব্দ করা হয়েছে।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার হাসিমপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন, সরেজমিন পরিদর্শনে দেখা যায়- একটি এক্সকেভেটর ও ট্রাক দিয়ে কৃষি জমির মাটি কেটে অন্যত্র নিয়ে যাচ্ছে দক্ষিণ গাছবাড়িয়ার মৃত আব্দুল খালেক মেম্বারের ছেলে মোঃ আজিজ মিয়া (৪৫)। এই সময় তার তত্ত্ববধানে পরিচালিত অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি স্ক্র্যাভেটর ও মাটি পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। জব্দকৃত স্ক্র্যাভেটরটি হাশিমপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার মোঃ ইদ্রিস মিয়ার জিম্মায় রাখা হয়। হাতেনাতে আটককৃত ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়।
৮৭ দিন ২১ ঘন্টা ২ মিনিট আগে
১০৪ দিন ১৭ ঘন্টা ৩১ মিনিট আগে
১১৬ দিন ১১ ঘন্টা ৪৯ মিনিট আগে
১২১ দিন ১৮ ঘন্টা ৪২ মিনিট আগে
১২১ দিন ১৮ ঘন্টা ৪২ মিনিট আগে
১৩১ দিন ৫ ঘন্টা ৫৮ মিনিট আগে
১৪৪ দিন ১ ঘন্টা ১৩ মিনিট আগে
১৭১ দিন ১৫ ঘন্টা ৩ মিনিট আগে