মোহাম্মদ ইমাদ উদ্দীন
চন্দনাইশ বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্তর্গত একটি উপজেলা। এই চন্দনাইশ ছিল পটিয়া উপজেলার একটি অংশ। ১৯৭৬ সালে পটিয়া থেকে বিচ্ছিন্ন করে চন্দনাইশ থানার সৃষ্টি করা হয়। ১৯৮৩ সালের ২ জুলাই চন্দনাইশ থানাকে উপজেলায় উন্নীত করা হয়। কথিত আছে চন্দন ও আঁশ হতে চন্দনাইশ নামের উদ্ভব।এলাকাটি একসময় চন্দন গাছের উৎপাদন ও ব্যবসার জন্য বিখ্যাত ছিলো।
বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন সময়ে নানান ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার মত গুণীজন উপহার দিয়েছে চন্দনাইশ।বার আউলিয়া স্মৃতি বিজড়িত এই উপজেলায় অসংখ্য কবি,সাহিত্যিক, ইতিহাসবিদ , অনুবাদক, লেখক এবং গবেষকগণ তাদের লেখা বই আকারে প্রকাশিত করে সমাজে আলো ছড়াচ্ছেন। এমন কি তাদের মধ্যে অনেকেই উপমহাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে সুনাম ও সুপ্রসিদ্ধ লাভ করেছেন।
১।আহমদ ছফা –– কবি ও সাহিত্যিক, একুশে পদক প্রাপ্ত।
২।ড. কর্নেল ( অব:) অলি আহমদ বীরবিক্রম
৩। ফরিদা আখতার, বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা, লেখক, গবেষক ও আন্দোলনকর্মী।
৪। জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলাম
৫। ড. মোহাম্মদ আমীন, রাষ্ট্রপতির সচিব ও বহু গ্রন্থ প্রণেতা।
৬।অধ্যক্ষ মাওলানা আমিনুর রহমান (রহ), জোয়ারা ইসলামিয়া ফাজিল মাদরাসা।লেখক, গবেষক এবং বহু গ্রন্থ প্রণেতা।
৭।ভাষাসৈনিক প্রিন্সিপাল আবুল কাশেম
৮। মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী
৯।সোহেল মো. ফখরুদ-দীন, লেখক ও গবেষক, বহু গ্রন্থ প্রণেতা।
১০। মোহাম্মদ ওসমান গণি চৌধুরী (অভীক ওসমান), লেখক ও সাহিত্যিক।
১১। অ্যাডভোকেট বদিউল আলম, ফতেনগর।
১২। শামসুল আরেফিন, লেখক।
১৩। প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী,
১৪। মাওলানা মোজাহেরুল কাদের। লেখক ও সাংবাদিক।
১৫। প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী,দোহাজারী।
১৬।রহীম শাহ, মোহাম্মদপুর কাজীপাড়ী।
১৭।শমেএ বাংলা মাওলানা আলাউদ্দিন (রহ)
১৮।মাওলানা শফি,বশরতনগর।
১৯।আবদুর রহিম, পরিব্রাজক লেখক,কাঞ্চননগর।
২০। মোহাম্মদ সাইফুদ্দীন, হাছানদন্ডী। সাংবাদিক ও লেখক।
২১।কবি দীপালী ভট্টাচার্য
২২।ডা. আবু মনসুর মো: নিজাম উদ্দীন,কলাম লেখক, গবেষক ও বিশেষজ্ঞ ভাইরোলজিস্ট।
২৩।অধ্যাপক ডা. আবদুল অদুদ, মোহাম্মদপুর।
২৪।বিচারপতি আবদুস সালাম মামুন, হাশিমপুর, বুলারতালুক।
২৫।আলাদীন আলানুর,কবি।
২৬।মোহাম্মদ আয়ূব,' দীন ই ইলাহী ও আকবর ' গ্রন্থের লেখক,হাশিমপুর।
২৭।বিদ্যাবিনোদ গিরীশ চন্দ্র বড়ুয়া, দক্ষিণ জোয়ারা।
২৮।জ্যোতির্ময়ী রায় চৌধুরী, সাতবাড়িয়া।
২৯।কবিরঞ্জন ক্ষেমেশ চন্দ্র রক্ষিত,জোয়ারা।
৩০।আবুল কালাম আজাদ, কবি
৩১।কমরেড কল্পতরু সেনগুপ্ত
৩২।খাদেম আলী, মরমী কবি ও লেখক।
৩৩।অধ্যক্ষ মাওলানা বদিউল আলম রিজভী, লেখক ও কলামিস্ট।
৩৪।কাজী খলিলুর রহমান,সাতবাড়ীয়া। তিনি দৈনিক কিশান,সাপ্তাহিক সমতা পত্রিকার সম্পাদক ছিলেন।
৩৫। মহিউদ্দিন চৌধুরী ইসা,হাশিমপুর।
৩৬।সৈয়দ ফরিদ উদ দীন, বরমা।
তাছাড়া চন্দনাইশ উপজেলার অসংখ্য লেখক, গবেষক এবং কলামিস্ট আছে যারা নিয়মিত বিভিন্ন ম্যাগাজিন, পাক্ষিক পত্রিকা, মাসিক পত্রিকা ও বিভিন্ন অনলাইন পত্রিকা সহ বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় পত্রিকায় লেখালেখি করে আসছেন।
যুগ্মসচিব , বাংলাদেশ মুসলমান ইতিহাস
৮১ দিন ২২ ঘন্টা ৩২ মিনিট আগে
৯৮ দিন ১৯ ঘন্টা ১ মিনিট আগে
১১০ দিন ১৩ ঘন্টা ১৯ মিনিট আগে
১১৫ দিন ২০ ঘন্টা ১২ মিনিট আগে
১১৫ দিন ২০ ঘন্টা ১৩ মিনিট আগে
১২৫ দিন ৭ ঘন্টা ২৮ মিনিট আগে
১৩৮ দিন ২ ঘন্টা ৪৪ মিনিট আগে
১৬৫ দিন ১৬ ঘন্টা ৩৪ মিনিট আগে