লালপুর মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে জয় বাংলা স্লোগান লেখা ফুচকা খেয়ে অভয়নগরে ২১৩ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ঈদের ছুটিতে সুন্দরবনে রাশিয়ার রাষ্ট্রদূতসহ দেশী-বিদেশী পর্যটকের ভিড় কুতুবদিয়া সমুদ্র সৈকতে ভ্রমণ পিপাসু মানুষের ঈদ আনন্দ-উচ্ছাস উখিয়ায় মাদক কারবারি ইমাম হোসেন আটক শিক্ষার্থী ও দুরারোগ্য আক্রান্ত ব্যক্তিদের সহায়তা প্রদান চৌদ্দগ্রামে তারেক রহমানের ঈদ উপহার পেলে শহীদ আইয়ুবের পরিবার সাতক্ষীরায় পাটকেলঘাটায় আলামিন ফাজিল মাদ্রাসার ৪০ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠিত মাগুরায় গার্মেন্টস মালিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট, হুমকির মুখে গার্মেন্টস প্রতিষ্ঠান টাঙ্গাইলের মধুপুরে মহিলাদের ঈদ পুনর্মিলনী সভায় বক্তব্য দেন জিয়া ফাউন্ডেশনের পরিচালক এডভোকেট মোহাম্মদ আলী নবগঠিত এডহক কমিটির সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠিত মধুপুরে মহিলাদের ঈদ পুনর্মিলনী করছেন বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট মোহাম্মদ আলী পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন সেনবাগ এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত অনৈতিকভাবে লিজের অভিযোগ রেলওয়ে কতৃপক্ষের বিরুদ্ধে যারা গুপ্ত রাজনীতি করে তাদের জন্য শুভকামনা নেই, ছাত্রদল সভাপতি আক্কেলপুর মেলায় পুতুল নাচের নামে অশ্লীলতা গুডিয়ে দিল উপজেলা প্রশাসন. লালপুরে শিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত। ব্যাংক বন্ধ হবে না, ঘুরে দাঁড়াতে না পারলে একীভূতকরণ: গভর্নর সীমান্তে পাকিস্তান ও ভারতীয় সেনাদের গোলাগুলি, উত্তেজনা জনগণের নিরাপত্তায় আইনশৃঙ্খলাবাহিনী নির্ঘুম থেকে কাজ করছে’

গত সরকারের কর্মকাণ্ডের বিপরীতে জনগণ কেমন রাজনীতি চাই সভা সম্পন্ন

সাধারণ জনগণের মতামত লিখিতভাবে বি.এন.পি কেন্দ্রীয় কমিটি ও অন্তর্বর্তীকালীন সরকারকে জানাতে। গত ১০ জানুয়ারি চট্টগ্রামের চন্দনাইশ-সাতকানিয়া উন্নয়ন ফোরামের উদ্যোগে দোহাজারীতে আয়োজিত আলোচনা সভায় বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী, সাবেক বিচারপতি আবদুস সালাম মামুন বলেছেন, জুলাই-আগস্টের বিজয় আপনারা দেখেছেন। তারা ৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার ঘোষণা দিয়েছিল। ছাত্ররা জম হিসেবে আবিভূর্ত হলে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় শেখ হাসিনা। মাত্র ৫২ মিনিট সময় পেয়েছিলেন, রান্না করা ভাতও খেতে পারেননি। একই ভাবে এই অঞ্চলে রাজা রক্ষণ সেনও অত্যচারী ছিলেন। বখতিয়ার খিলজী যখন আক্রমণ করেছিলেন তখন তিনিও খাবার না খেয়ে পালিয়ে যেতে হয়েছে। এটি একটি শিক্ষণীয় বিষয়। নতুন নতুন রাজনৈতিক দল নতুন নতুন কথা বলছেন। কে কি করবেন তা আপনাদের নিকট থেকে জেনেই রাজনীতি করতে হবে। বিগত সময়ে যারা গাড়িতে পতকা উড়িয়ে চলে গেছেন, তারা কেউ কাউকে কিছু জিজ্ঞাসা করেনি বলে এই পরিণতি হয়েছে। রাজনীতিবিদদের জনগণের পাশে যেতে হবে। কেমন দেশ, কেমন রাজনীতিবিদ চাই তা জানতে হলে জনগণের নিকট আসতে হবে। বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েম করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। দিনের ভোট রাতে নেয়া যাবে না। দোহাজারীতে ক্যান্টনমেন্ট স্থাপন করতে হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হলে এর বিকল্প নেই। আধু খান বিষয়টিকে অনুধাবন করে দোহাজারীতে সেই সময় দুই হাজার সৈন্য নিয়ে ক্যান্টনমেন্ট তৈরি করেছিলেন। সেই থেকে দোহাজারী নামকরণ হয়েছে। জনগণের আশা-আখাক্সক্ষা পূরণের লক্ষে মুক্ত রাজনৈতিক চিন্তা চেতনা নিয়ে দেশকে তৈরি করতে হবে। ইয়াবা বহনকারীরা মাত্র ১ থেকে ২ হাজার টাকার জন্য জেল খাটে। মাদক ব্যবসায়ীরা তাদেরকে জামিন করে অনেক টাকা খরচ হয়েছে বলে পরিবারের অন্যান্য সদস্যদের মাদক ব্যবসায় জড়িত করে ফেলে। এদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করলে তারা এই ধরনের ঝুঁকি নেবে না। আইনকে শিথিল করে মালেশিয়া এবং সিঙ্গাপুরের মত বেত্রাঘাত করে ছেড়ে দিয়ে কর্মসংস্থানে সংযুক্ত করতে হবে। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি, উদ্বোধক এডভোকেট নাজিম উদ্দীন চৌধুরী বলেছেন, বিগত ১৫ বছরের অপশাসন পর্যালোচনা করে পরবর্তী রাজনীতির পরিকল্পনা তৈরি করতে হবে। তারেক জিয়ার ৩১ দফা রাষ্ট্র পরিচালনায় সহায়ক হিসেবে ভ‚মিকা রাখবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। বাংলাদেশের গুণেধরা রাজনীতিকে স্বাভাবিক রাজনীতিতে ফিরিয়ে আনতে ঘুম-খুন, মামলা-হামলা, জবরদখল পরিহার করে ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। মূখ্য আলোচক এম.এ হাশেম রাজু বলেছেন, দলীয় পদ-পদবী ব্যবহার করে চাঁদাবাজী করলে কঠোর হস্তে দমন করা হবে। গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠা করতে রাজপথে ও জেলখানায় যৌবনের অধিকাংশ সময় কেটেছে। তারেক জিয়ার উৎপাদনমূখী, গণতন্ত্রকামী রাষ্ট্র কায়েমে কাজ করতে হবে সবাইকে। 

শুক্রবার বিকেলে চন্দনাইশ-সাতকানিয়ার উন্নয়ন ফোরামের আয়োজনে দোহাজারী একটি কমিউনিটি সেন্টারে “কেমন রাজনীতি চাই” শীর্ষক আলোচনা সভা এডভোকেট সাদ্দাম হোসেন নীরবের সভাপতিত্বে অনুষ্টিত হয়। সভায় প্রধান অথিতি ছিলেন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী, সাবেক বিচারপতি আবদুস সালাম মামুন, উদ্বোধক ছিলেন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট নাজিম উদ্দীন চৌধুরী, মুখ্য আলোচক ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, মানবাধিকার নেতা এম. এ হাশেম রাজু, বিশেষ অথিতি ছিলেন, সাবেক জেলা ছাত্রদল নেতা আফিল উদ্দীন। আলোচনায় অংশ নেন, সাংবাদিক নাসির উদ্দীন বাবলু, বিএনপি নেতা আমির হোসেন, মহিউদ্দীন, লোকমান হাকিম, ছাত্রদল নেতা রাজিব উদ্দীনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ। আলোচনা শেষে সাবেক বিচারপতি আবদুস সালাম মামুনকে প্রধান উপদেষ্টা, এড. নাজিম উদ্দীন চৌধুরী, আফিল উদ্দীনকে উপদেষ্টা, এম.এ হাশেম রাজুকে সভাপতি, এড. সাদ্দাম হোসেনকে সাধারণ সম্পাদক, জসিম উদ্দীন চৌধুরী মিন্টু, আমির হোসেনকে সহ-সভাপতি করে চন্দনাইশ-সাতকানিয়া উন্নয়ন ফোরাম প্রস্তাবিত কমিটি ঘোষণা করা হয়। 


Tag
আরও খবর