সংস্কারের দোহাই দিয়ে কালক্ষেপণ না করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিন, না হলে জনগণকে সাথে নিয়ে বিএনপি আন্দোলনের মাধ্যমে নির্বাচন আদায় করে নিবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রদল (ভারপ্রাপ্ত) সভাপতি মামুনুর রশিদ মামুন। উপজেলার চাটখিল আজিজ সুপার মার্কেট, কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন ১৫ এপ্রিল (বৃহস্পতিবার) চাটখিল উপজেলা ও পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিগত সরকার দেড় যুগের বেশি সময় দেশের মানুষকে নির্বাচন থেকে দূরে রেখেছে। কেউ ভোটকেন্দ্রে যেতে পারে নাই এবং ভোট দিতে পারে নাই। তাই নির্বাচনের জন্য সাধারণ মানুষ উন্মুখ হয়ে আছে।
মামুনুর রশীদ মামুন আরো বলেন, দেশনায়ক রহমানের নির্দেশ অমান্য করে বিএনপি'র নাম ভাংগিয়ে কেউ কোন অপকর্ম করলে ছাড় দেয়া হবে না। পরিশেষে আগামী নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি গ্রহণের জন্য আহবান জানান।
এর পূর্বে নোয়াখালী জেলা বিএনপি আহবায়ক কমিটির নবনির্বাচিত সদস্য গোলাম মোস্তফা সেলিমকে সংবর্ধনা দেয়া হয়। সাবেক ছাত্রদল নেতা বেলায়েত হোসেন দিপুর সঞ্চালনায়, উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নবনির্বাচিত সদস্য গোলাম মোস্তফা সেলিম, সৌদি আরব বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম, চাটখিল পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক কাউন্সিলর নুরনবী,
সাবেক ছাত্রদল নেতা জিএস ফরিদ, দিলদার হোসেন দিদার প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে আনন্দ র্যালী বের করা হয়।
৮ দিন ১০ ঘন্টা ২০ মিনিট আগে
১৫ দিন ৫ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৫ দিন ৫ ঘন্টা ৪৬ মিনিট আগে
২২ দিন ৫ ঘন্টা ৪৫ মিনিট আগে
২৬ দিন ৪ ঘন্টা ২২ মিনিট আগে
২৯ দিন ৩ ঘন্টা ৩৩ মিনিট আগে
৩৯ দিন ১৩ ঘন্টা ২৪ মিনিট আগে