নৌপরিবহন মন্ত্রণালয়ের চলতি অর্থবছরের (২০২২-২০২৩) শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল।
১৫ জুন (বৃহস্পতিবার) এক অফিস আদেশের মাধ্যমে এ পুরস্কারের ঘোষণা দিয়েছে মন্ত্রণালয়।
অফিস আদেশে বলা হয়েছে, শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা ২০২১ এর ৩.২ অনুচ্ছেদ অনুযায়ী নৌপরিবহন মন্ত্রণালয় এবং এর দপ্তর ও সংস্থাসমূহের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে ২০২২-২০২৩ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কারের জন্য বন্দর চেয়ারম্যানকে মনোনীত করা হয়েছে। চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান সংস্থা প্রধান ক্যাটাগরীতে এ পুরস্কার পেয়েছেন।
সরকার ২০১২ সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করেছে। জাতীয় শুদ্ধাচার কৌশল হলো অনিয়ম ঠেকাতে নাগরিক সেবার প্রতিটি ক্ষেত্রে স্বছতা, জবাবদিহি এবং সততা নিশ্চিতকরণে সরকার প্রণীত একটি সুশাসন কৌশল। প্রতিষ্ঠানে এ কৌশলের যথাযথ বাস্তবায়ন ও চর্চার জন্য শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়।
১৪ দিন ৮ ঘন্টা ১১ মিনিট আগে
১৭ দিন ৮ ঘন্টা ১২ মিনিট আগে
৭০ দিন ১২ ঘন্টা ৩২ মিনিট আগে
৭২ দিন ১৭ ঘন্টা ৩ মিনিট আগে
৭৫ দিন ১১ ঘন্টা ২ মিনিট আগে
৭৫ দিন ১২ ঘন্টা ১৬ মিনিট আগে
৯৭ দিন ৯ ঘন্টা ৩৭ মিনিট আগে
৯৮ দিন ১০ ঘন্টা ৪৪ মিনিট আগে