কক্সবাজার শহরের জেল গেইট কাটা পাহাড় এলাকা থেকে অজ্ঞাত এক শিশুর ঘাড়কাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে কক্সবাজার শহরের জেল গেইট কাটা পাহাড় এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। আনুমানিক ১০ থেকে ১১ বছর বয়সী নিহত শিশুর নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহতের পরিহিত জীর্ণশীর্ণ পোষাক দেখে টোকাই বা পথশিশু হতে পারে বলে মনে করা হচ্ছে।
কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল হুদা জানান, দুপুরে কক্সবাজার শহরের জেল গেইট কাটা পাহাড় এলাকার নির্জন স্থানে এক শিশুর রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে।
“ নিহত শিশুটিকে ঘাড়কাটা আঘাত নিয়ে মৃতাবস্থায় পাওয়া গেছে। তার পরিচয় না মিললেও জীর্ণশীর্ণ পোষাক দেখে ধারণা করা হচ্ছে, কোন টোকাই বা পথশিশু হতে পারে। “
তারপরও নির্জনস্থানে লাশ পাওয়া যাওয়ায় পুলিশ ঘটনাটি পরিকল্পিত হতে পারে বলে ধারণা করছে বলেন, পরিদর্শক (তদন্ত)।
ঘটনাটি কারা, কি কারণে সংঘটিত হয়েছে- সেই ব্যাপারে পুলিশ খোঁজ খবর নিচ্ছে।
নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
৩ দিন ৩ ঘন্টা ৫৩ মিনিট আগে
১২ দিন ৬ ঘন্টা ৩০ মিনিট আগে
১৪ দিন ৬ ঘন্টা ১১ মিনিট আগে
১৮ দিন ৮ ঘন্টা ৩১ মিনিট আগে
১৮ দিন ৮ ঘন্টা ৩৪ মিনিট আগে
৩৩ দিন ১৯ ঘন্টা ৪১ মিনিট আগে
৩৬ দিন ৭ ঘন্টা ১১ মিনিট আগে
৩৬ দিন ৮ ঘন্টা ২৮ মিনিট আগে