কক্সবাজার সমুদ্র উপকূলে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দমকা হাওয়া ও ভারী বৃষ্টি অব্যাহত আছে। সোমবার (২৭ মে) সকাল থেকে টানা ভারী বর্ষণে জেলার বিভিন্ন এলাকার রাস্তাঘাট ও ঘরবাড়ি প্লাবিত হয়েছে। হাজার হাজার একর জমির ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ভারী বৃষ্টিপাতে জেলার বেশিরভাগ এলাকা এখন পানির নিচে রয়েছে। এতে ঘরবন্দি হয়ে পড়েছেন লাখো মানুষ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম।
কক্সবাজার শহরের গোলদিঘি, বৌদ্ধ মন্দির সড়ক, বড় বাজার, টেকপাড়া, কালুর দোকান, তারাবনিয়ারছড়া, নুর পাড়া, সমিতি পাড়া, নাজিরারটেক, ফদনার ডেইল, কুতুবদিয়া পাড়া ও হোটেল মোটেল জোনসহ বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এসব এলাকায় যানবাহন চলাচল প্রায় বন্ধ রয়েছে।
শহরের গোলদিঘির পাড় এলাকার বলরাম দাশ অনুপম বলেন, সকাল থেকে ভারী বৃষ্টি হচ্ছে। এতে তলিয়ে গেছে শহরের প্রায় সব সড়ক। কোথাও বের হওয়া যাচ্ছে না।
কক্সবাজারের সহকারী আবহাওয়াবিদ মো. আবদুল হান্নান বলেন, প্রবল ঘূর্ণিঝড় রেমাল উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে বর্তমানে যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। রেমালের প্রভাবে কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় ৯৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
৩ দিন ১৭ ঘন্টা ৭ মিনিট আগে
১২ দিন ১৯ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৪ দিন ১৯ ঘন্টা ২৫ মিনিট আগে
১৮ দিন ২১ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৮ দিন ২১ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩৪ দিন ৮ ঘন্টা ৫৪ মিনিট আগে
৩৬ দিন ২০ ঘন্টা ২৫ মিনিট আগে
৩৬ দিন ২১ ঘন্টা ৪২ মিনিট আগে