ঘূর্নিঝড় রিমাল দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। স্থল নিম্নচাপটি বর্তমানে সিলেট ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরো উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশঃ দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
মঙ্গলবার (২৮ মে) আবহাওয়াবিদ হাফিজুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সমুদ্রবন্দর সমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া অব্যাহত রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ০৩ (তিন) পুনঃ ০৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এতে আরও বলা হয়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
৩ দিন ১৭ ঘন্টা ৭ মিনিট আগে
১২ দিন ১৯ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৪ দিন ১৯ ঘন্টা ২৫ মিনিট আগে
১৮ দিন ২১ ঘন্টা ৪৪ মিনিট আগে
১৮ দিন ২১ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩৪ দিন ৮ ঘন্টা ৫৪ মিনিট আগে
৩৬ দিন ২০ ঘন্টা ২৫ মিনিট আগে
৩৬ দিন ২১ ঘন্টা ৪২ মিনিট আগে