কক্সবাজার সদরে খুরুশকুল থেকে দুই স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে অস্ত্রের মুখে জিম্মি করে ৭৩ ভরি দেশি-বিদেশি স্বর্ণ ও নগদ ২ লাখ ১৫ হাজার টাকা লুটের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দুপুরে খুরুশকুল-চৌফলদন্ডি সড়কের লমাজি পাড়া গ্রামীণ ব্যাংকের সামনে এই লুটের ঘটনা ঘটে।
জানা যায়, চট্টগ্রামের রাউজানের দুই স্বর্ণ ব্যবসায়ীর গতিরোধ করে ছুরি ও অস্ত্রের মুখে মুহুর্তেই ব্যাগে থাকা ৭৩ ভরি স্বর্ণ ও নগদ ২লাখ ১৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এসময় ছিনতাইকারীরা মারধর করে আহত করে স্বর্ণ ব্যবসায়ীদের।
ঘটনার পরে পুলিশ গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, পূর্বপরিকল্পিতভাবে স্বল্প সময়ের মাঝে তাদের কাছ থেকে স্বর্ণ ও টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।
ভুক্তভোগী স্বর্ণ ব্যবসায়ী রুবেল কান্তি নাথা বলেন, প্রায় ৫ বছর ধরে কক্সবাজারের বিভিন্ন স্বর্ণের দোকানে পাইকারী দেশি-বিদেশি স্বর্ণ সরবরাহ করতো তারা। দুপুর একটার দিকে গ্রামীণ ব্যাংকের মোড়ে প্রথমে ৭-৮জনের দলটি এসে বেধড়ক মারধর করে আহত করে। পরে ছুরি ও অস্ত্র দেখিয়ে স্বর্ণ নিয়ে পালিয়ে যায়।
৩ দিন ১৭ ঘন্টা ৫ মিনিট আগে
১২ দিন ১৯ ঘন্টা ৪১ মিনিট আগে
১৪ দিন ১৯ ঘন্টা ২৩ মিনিট আগে
১৮ দিন ২১ ঘন্টা ৪২ মিনিট আগে
১৮ দিন ২১ ঘন্টা ৪৬ মিনিট আগে
৩৪ দিন ৮ ঘন্টা ৫২ মিনিট আগে
৩৬ দিন ২০ ঘন্টা ২৩ মিনিট আগে
৩৬ দিন ২১ ঘন্টা ৪০ মিনিট আগে