কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের কালু ফকির পাড়া এলাকায় চান্দের গাড়ীর ধাক্কায় নাছির উদ্দীন নামের এক ইজিবাইক ( টমটম) চালল নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
এ ঘটনায় আরো ৬ যাত্রী আহত হয়েছে বলে জানা গেলেও তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি।তবে তারা সবাই রাখাইন সম্প্রদায়ের বলে জানান স্থানীয়রা।তাদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহত নাছির উদ্দীন ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ খোদাই বাড়ী এলাকার নুরুল ইসলামের ছেলে।
১৪ জুন (শুক্রবার) রাত ৩ টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে ইউনিয়নের কালু ফকির পাড়া মসজিদে বাঁকে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড (খোদাই বাড়ী) এলাকার সাবেক মেম্বার আবু বক্কর ছিদ্দিক বান্ডি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, নিহত নাছির উদ্দীন ঈদগাঁও থেকে যাত্রী নিয়ে চৌফলদন্ডী যাচ্ছিল, পথিমধ্যে ঈদগাঁওমুখী একটি বেপরোয়া গতিতে আসা চান্দের গাড়ী (জীপ) সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে সবাই আহত হয়।
প্রতিবেশীরা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে টমটম চালক নাছির উদ্দীনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চমেকে নিয়ে যাওয়ার পথে নতুন ব্রীজ এলাকায় মৃত্যুর বরণ করেন তিনি।
সাবেক মেম্বার আবু বক্কর ছিদ্দিক বান্ডি আরও বলেন, ঘটনায় জড়িত চান্দের গাড়ীর চালক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করা হয়েছে।
এদিকে নিহত টমটম চালক নাছির উদ্দীনের অকাল মৃত্যুতে এলাকাবাসী, আত্মীয় স্বজন, সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
২ বাচ্চা সন্তান নিয়ে নাছির উদ্দীনের দরিদ্র পরিবার পড়েছে চরম বেকায়দায়।
৩ দিন ১৭ ঘন্টা ৭ মিনিট আগে
১২ দিন ১৯ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৪ দিন ১৯ ঘন্টা ২৫ মিনিট আগে
১৮ দিন ২১ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৮ দিন ২১ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩৪ দিন ৮ ঘন্টা ৫৪ মিনিট আগে
৩৬ দিন ২০ ঘন্টা ২৫ মিনিট আগে
৩৬ দিন ২১ ঘন্টা ৪২ মিনিট আগে