সারাদিন বর্ষার বৃষ্টি। মানুষজন ঘর বা কর্মস্থলে বন্দি। প্রতিদিনের মতো রাহুল মহাজন অফিসে কর্মরত। হঠাৎ বাসায় চুরির খবর পেয়ে বাসায় এসে আলমারি খুলে দেখেন তার টাকা পয়সা, ল্যাপটপ,স্বর্ণ অলংকার চুরি হয়ে গেছে। বৃষ্টি বাদলের দিনে এমন ঘটনা ব্যতিক্রম নয়। আজ রবিবার সারাদিন মেঘে ঢাকা আকাশ থেকে বৃষ্টি ঝরেছে। এই সুযোগে টিটিএনের রিপোর্টার রাহুল মহাজনের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোর তার বাড়ির দরজার তালা ভেঙে ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে গেছে।
রাহুল মহাজন জানান, চুরির খবর পেয়ে বাসায় এসে দরজার তালা ভাঙা দেখতে পান তিনি। আলমারি থেকে সদ্য বিবাহিত স্ত্রীর ৪ ভরি স্বর্ণালংকার, ল্যাপটপ ও নগদ টাকা নিয়ে যায়। সব মিলিয়ে তার ৫ লাখ টাকার মত ক্ষতি হয় বলে জানান।
আজ রবিবার (৩০ জুন) বিকেল ৪টার দিকে কক্সবাজার শহরের গোলদিঘির পাড় বিকে পাল রোড লোকনাথ মন্দিরের পাশে আরএমবি ভবনের ভাড়াটিয়া রাহুল মহাজনের বাসায় চুরির ঘটনাটি ঘটে।
টিটিএনের রিপোর্টার রাহুল মহাজন জানান, চুরি করে পালানোর সময় সিসিটিভি ফুটেজে ধরা পড়ে চোর। যারা এ অপকর্মে জড়িত তাদের খু়জে বের করে জিনিসপত্র উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে শা'স্তি'র দাবি জানান তিনি।
সাধারণত বর্ষায় মানুষজন যে যেখানেই থাকে বৃষ্টির কারণে বন্দী হয়ে পড়ে। কিংবা কর্মস্থলে আটকা পড়ে। রাতে জুম বৃষ্টিতে গভীর ঘুমে মগ্ন থাকে সকলে। বৃষ্টির আওয়াজে চোরের উপস্থিতি টের পায় না বাড়ির মালিক। আর এই সুযোগটি লুফে নেয় চোরের দল।
৩ দিন ১১ ঘন্টা ৯ মিনিট আগে
১২ দিন ১৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৪ দিন ১৩ ঘন্টা ২৭ মিনিট আগে
১৮ দিন ১৫ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৮ দিন ১৫ ঘন্টা ৫০ মিনিট আগে
৩৪ দিন ২ ঘন্টা ৫৭ মিনিট আগে
৩৬ দিন ১৪ ঘন্টা ২৭ মিনিট আগে
৩৬ দিন ১৫ ঘন্টা ৪৪ মিনিট আগে