কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন এক এইচএসসি পরিক্ষার্থী। ৩ বন্ধু এক সাথে গোসলে নামলে অপর ২ বন্ধু ফিরে আসলেও সাগরে ঢেউয়ের তোড়ে তলিয়ে যায় ১৭ বছরের টগবগে তরুণ কাইফ।
শুক্রবার সকাল ৮টায় সৈকতের কলাতলি সায়মন পয়েন্টে এই ঘটনা ঘটে। নিখোঁজ আতহার নূর কাইফ (১৭) আলির জাহাল এলাকার বাসিন্দা বশির উদ্দিন আহমেদের ছেলে এবং কক্সবাজার ডিসি কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরিক্ষার্থী।
কাইফের বাবা বশির উদ্দিন আহমেদ জানান, 'ফজরের নামাজ শেষে আমরা ঘুমিয়ে গেলেও শুক্রবার হওয়ায় কাইফ সহ ৩ জন সৈকতে ফুটবল খেলতে আসে৷ খেলা শেষে গোসলে নামলে সাগরে তলিয়ে যায় কাইফ। পরে তার অপর বন্ধু আমাকে ফোন করে বিষয়টি জানালে আমরা ছুটে আসি।'
তিনি আরো জানান, "বিষয়টি তাৎক্ষণিক ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ডকে জানালে লাইফ গার্ডকর্মীরা উদ্ধারে গেলেও এখনো কাইফের কোন খোঁজ মিলেনি। আমরা এখনো সৈকতের পাড়ে অপেক্ষা করছি"।
এদিকে উদ্বেগ উৎকণ্ঠায় সকৈতের এপ্রান্ত থেকে ওপ্রান্তে খোঁজছেন কাইফের বাবা বশির উদ্দিন। আত্নীয় স্বজনরা বিভিন্ন দলে ভাগ হয়ে সৈকতের লাবণী, কলাতলি, সুগন্ধা, ও কক্সবাজার পৌরশহরের নাজিরারটেক, সমিতি পাড়া কুতুবদিয়া সৈকতে সন্ধান করছেন।
লাইফ গার্ড কর্মী ওসমান গণি জানান, খবর পেয়ে আমরা ছুটে গিয়ে দেখি সাগরের অনেকদূরে ভাসছিলো কাইফ। পরে সাগর উত্তাল থাকায় বিশাল বিশাল কয়েকটি ঢেউ কাইফকে তলিয়ে নিয়ে যায়।
আজ সকালে কলাতলী পয়েন্টে থেকে তার লাশ উদ্ধার করা হয়।
৩ দিন ৩ ঘন্টা ৫৩ মিনিট আগে
১২ দিন ৬ ঘন্টা ৩০ মিনিট আগে
১৪ দিন ৬ ঘন্টা ১১ মিনিট আগে
১৮ দিন ৮ ঘন্টা ৩১ মিনিট আগে
১৮ দিন ৮ ঘন্টা ৩৪ মিনিট আগে
৩৩ দিন ১৯ ঘন্টা ৪১ মিনিট আগে
৩৬ দিন ৭ ঘন্টা ১১ মিনিট আগে
৩৬ দিন ৮ ঘন্টা ২৮ মিনিট আগে