নারী বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ কালিগঞ্জ কৃষ্ণনগরে ভ্রাম্যমাণ আদালতে গাঁজা বিক্রেতা ও ক্রেতার জেল-জরিমানা ফতুল্লার কাশীপুরে পিস্তলের গুলিতে পাভেল হত্যা মামলার প্রধান আসামী রায়হান বাবু গ্রেফতার ভর্তিচ্ছুদের পাশে কুবি ছাত্রদল গৃহকর্মী-যৌনকর্মীদের ‘শ্রমিক’ হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ জাবিপ্রবি ফটকে নেই বিশ্ববিদ্যালয়ের নাম, সর্বত্র বিএনপির ব্যানার রায়পুর রিপোর্টার্স ইউনিটির এপ্রিল মাসের সভা সম্পন্ন পাঁচবিবিতে ভূয়া ডিবি পুলিশের পরিচয়ে চাঁদা দাবি গ্রেফতার-২ কবি ও সাংবাদিক বিল্লাল হাওলাদারকে সুনামগঞ্জে সংবর্ধনা নোয়াখালীর বেগমগঞ্জে বাঁশের ঝোপে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র উদ্ধার রায়গঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ইয়াবা কারবারি ও গাঁজাসহ গ্রেফতার-৮ আশাশুনি সরকারি কলেজে ৬ শিক্ষককে এডহক নিয়োগ এডভোকেট শহিদুল ইসলাম ৩ প্রতিষ্ঠানের সভাপতি মনোনীত লালপুরে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত সর্বস্তরের শিক্ষা জাতীয়করণ চাই শিরোনামে যশোরে জেলা শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল সিরাজগঞ্জে স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন বরিশালে মুফতি ফয়জুল করিমকে বৈধ মেয়র হিসাবে ঘোষনা করার দাবীতে গণমিছিল জয়পুরহাটে স্বর্ণের দোকানে তল্লাশী করতে গিয়ে দুই ভুয়া ডিবি পুলিশ আটক ইসলামপুরে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারী আটক

লাবীব মডেল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরষ্কার বিতরনী এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

দিনাজপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক প্রফেসর এম.এ জব্বার বলেছেন, একটি জাতিকে গড়তে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষাই জাতি মেরুদন্ড। তাই জাতিকে তার সুনির্দিষ্ট লক্ষে পৌঁছাতে হলে শিক্ষার উৎকর্ষতা একান্ত প্রয়োজন। লাবীব মডেল স্কুল এ ক্ষেত্রে এক বিশেষ ভূমিকা পালন করছে। শুধু নির্দিষ্ট শিক্ষা লাভই যথেষ্ট নয়, তাকে ভালো মানুষ হতে হবে। তাই শিক্ষা লাভের পাশাপাশি ভালো মানুষ হিসেবে তাকে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, চরিত্র গঠন অপরিহার্য। এ স্কুল চরিত্র গঠনে একটি ভূমিকা পালন করুক এ আশা রাখি। সকলেরই দেশের প্রতি একটি দায়িত্ব আছে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ছাত্র-ছাত্রীকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে গড়ে তুলতে হবে। সন্তানরা কখনও বাবা-মার ঋণ শোধ করতে পারে না। ২৫ ডিসেম্বর রবিবার সকাল সাড়ে ১০ টায় দিনাজপুর শহরের ঘাড়িপাড়াস্থ প্রতিষ্ঠান চত্ত্বরে দিনাজপুরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান লাবীব মডেল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান, পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ-২০২২ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মইজুর আলম হেলালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সদস্য এ্যাডভোকেট মোঃ ফিরোজ ইব্রাহিম। সম্মানিত অতিথি ছিলেন অভিভাবক মোঃ জাহিদুল হক। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লাবীব মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক এ.এইচ.এম. মোঃ শহিদুল্লাহ্্। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাম্মৎ লতিফা খাতুন। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন হাফেজ মোঃ শামীম রেজা, মোছাঃ ফাতেমা আক্তার, কৃষিবিদ এস.এস গোলাম সারওয়ার, মোঃ ওবায়দুল্লাহ্্, মোঃ আজিজুর রহমান প্রমুখ। কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দদের বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল তোরা দিয়ে বরণ করা হয় এবং ব্যাচ পড়িয়ে দেওয়া হয়। এছাড়াও প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক এ.এইচ.এম. মোঃ শহিদুল্লাহ্্। প্রথম পর্বে সকালে  বিদ্যালয়ের দ্বিতীয় থেকে ষষ্ঠ শ্রেণির ছাত্র-ছাত্রীদের ফলাফল ও পুরস্কার প্রদান করা হয় এবং দ্বিতীয় পর্বে বিকালে নার্সারি থেকে প্রথম শ্রেণির ছাত্র-ছাত্রীদের ফলাফল ও পুরস্কার প্রদান করা হয়। দ্বিতীয় পর্বে বিকেল আড়াইটায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান, পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক (কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ) ড. মোঃ শোয়াইবুর রহমান । বিশেষ অতিথি ছিলেন কাহারোল উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ ইবনে মাসুদ রানা। দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিকে প্রথমে ব্যাচ পড়িয়ে ফুলের শুভেচ্ছ দিয়ে বরণ করা হয় এবং স্কুলের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উল্লেখ্য ২০২২ সালের ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে স্কুলের পক্ষ থেকে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এরই অংশ হিসেবে উক্ত অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোঃ বিপ্লব ইসলাম। উল্লেখ্য ৩৬৫ দিনের মধ্যে সারাবছর বিদ্যালয়ে নিয়মিত ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ক্লাসে উপস্থিত হওয়ায় চতুর্থ শ্রেণির মেধাবী শিক্ষার্থী মুহাইমিনু সবুজকে স্কুলের পক্ষ থেকে সেরা পুরস্কার তুলে দেওয়া হয়।

Tag
আরও খবর