ঢাকার দোহার উপজেলা থেকে ৩৯ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গত বৃহস্পতিবার উপজেলার পৃথক স্থান থেকে তাদেরকে আটক করে র্যাব-১০।
র্যাব জানায়, বৃহস্পতিবার (১৫ জুন) র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দোহার উপজেলার বটিয়া গ্রামীন টাওয়ার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৩৭ কেজি গাঁজাসহ মো. সোহাগ মোল্লা (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এছাড়া একই দিন দোহার নুরপুর মাঠ সংলগ্ন এলাকা থেকে প্রায় ৬০ হাজার টাকা মূল্যের দুই কেজি গাঁজাসহ মো. বাচ্চু (৩৭) নামে অপর মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
র্যাব আরো জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য ঢাকার দোহারসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
এবিষয়ে দোহার থানা অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল বলেন, গ্রেপ্তারকৃতদের মাদক মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
৬ দিন ২০ ঘন্টা ৫০ মিনিট আগে
৮ দিন ২০ ঘন্টা ২১ মিনিট আগে
২৬ দিন ২১ ঘন্টা ৩৯ মিনিট আগে
২৮ দিন ১৯ ঘন্টা ৩০ মিনিট আগে
২৯ দিন ৬ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩২ দিন ২ ঘন্টা ২৬ মিনিট আগে
৩৩ দিন ৪ মিনিট আগে
৩৭ দিন ২১ ঘন্টা ৫০ মিনিট আগে