যাদের রক্তের বন্যায় ভেসে,
স্বাধীনতা এলো দেশে।
তাদের স্মৃতি থাকবে গাঁথা,
বাঙালি জাতির হৃদয় ইতিহাসে।
জয়বাংলা, জয়বাংলা বলে,
হেসে খেলে জীবন দিলো।
স্বাধীনতার সোনার হরিণ,
শহীদি রক্তে ভেসে এলো।
জয়বাংলা জয়বাংলা বলে,
জীবন দিলো সাঁঝ সকালে।
এমন মায়ের দামাল ছেলে,
সারা দেশে আর কি মিলে!
স্রষ্টার দুয়ারে প্রার্থনা করি,
আমার দু'হাত তুলে,
পরপারে যেন তোমাদের,
শহীদি দরজা মিলে।
আল মামুন
কবি ও ছড়াকার,
দোহার-ঢাকা।
৬ দিন ২০ ঘন্টা ৪৮ মিনিট আগে
৮ দিন ২০ ঘন্টা ১৯ মিনিট আগে
২৬ দিন ২১ ঘন্টা ৩৭ মিনিট আগে
২৮ দিন ১৯ ঘন্টা ২৮ মিনিট আগে
২৯ দিন ৬ ঘন্টা ৪৬ মিনিট আগে
৩২ দিন ২ ঘন্টা ২৪ মিনিট আগে
৩৩ দিন ২ মিনিট আগে
৩৭ দিন ২১ ঘন্টা ৪৮ মিনিট আগে