করুন পাখির বেশে সারাদিন চলি
ব্যথিত হয়ে যায় সময়।
শরীরের ক্লান্তিতে থেমে যাই আমি,
সূর্যের অনুনয়ে আহারে সন্ধান করি।
প্রেমিকের মতো সুদূর নীহারিকা,
স্বপ্নের মাঝেই দেখি।
অতীত চলে গেলো, স্বপ্নের আয়োজনে
অধিক নীলাভ প্রকৃত আকাশ
পার করছি সকল ক্ষুদ্র পরিসরে।
নিরন্তর একাকি পেতে চায় মন,
গূঢ় ঘ্রাণ স্বাদ ভালোবেসে।
কখনো ব্যর্থ অনাশ্রয় হারাতে চাইনা,
করুন পাখির বেশে।
তোমাকে পেতে চাই,
শয়নভঙ্গীর মতো স্বাভাবিক জীবনে।
তবুও আশ্রয় আগে
হারানোর ক্ষিপ্ত ভয় হয়,
অন্যর আশ্রয় লোপ পায় বলে।
এস. এ বিথী রহমান
কবি
সুন্দরগঞ্জ, গাইবান্ধা।
৬ দিন ২০ ঘন্টা ৪৮ মিনিট আগে
৮ দিন ২০ ঘন্টা ১৯ মিনিট আগে
২৬ দিন ২১ ঘন্টা ৩৭ মিনিট আগে
২৮ দিন ১৯ ঘন্টা ২৮ মিনিট আগে
২৯ দিন ৬ ঘন্টা ৪৬ মিনিট আগে
৩২ দিন ২ ঘন্টা ২৪ মিনিট আগে
৩৩ দিন ২ মিনিট আগে
৩৭ দিন ২১ ঘন্টা ৪৮ মিনিট আগে