পদ্মার তীব্র স্রোত, ঢেউ ও নদী ভাঙনের হাত থেকে রক্ষা পেতে ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়ন থেকে মুকসুদপুর ইউনিয়ন পর্যন্ত বেড়িবাঁধ নির্মাণের প্রকল্প হাতে নেয় ঢাকা- ১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান। যা ঢাকা দক্ষিণের মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ। এই বেড়িবাঁধ নির্মাণের ফলে রক্ষা পেয়েছে নদীর তীরবর্তী বহু মানুষের ঘরবাড়ি। কিন্তু বেড়িবাঁধের সঠিক ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের অভাবে অনেক জায়গায়ই ব্লক সরে গেছে। ভাড়ী যানবাহন ও জাহাজ ব্লকের উপর উঠিয়ে মেরামত করার কারণে ব্লকের ক্ষয় হচ্ছে।
আইন ও নিয়মনীতির তোয়াক্কা না করে উপজেলার নারিশা বাজার (নারিশা মোল্লা বাড়ি কবরস্থান) সংলগ্ন নদীর পাড়ে বেড়িবাঁধের ওপর চলছে জাহাজ ভাঙার কাজ। চারিদিকে বৈদ্যুতিক তার এলোমেলো ভাবে পড়ে আছে। যার অনেক জায়গায় রয়েছে পলিথিনের জোড়াতালি। কাটিং করার জন্য এলোপাতাড়ি ছিটিয়ে রাখা হয়েছে বড় বড় গ্যাস সিলিন্ডার। কোনরকম সুরক্ষা সরঞ্জামের ব্যবস্থা না করেই চলছে এসব কর্মযজ্ঞ।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, নদীর পারের এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ ও শিক্ষার্থীরা চলাফেরা করে। আমাদের ছোট শিশু সন্তানেরাও চলাফেরা ও খেলাধুলা করে এখান দিয়ে। ক্যারেন্টের তার এবং গ্যাস সিলিন্ডারের কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এমতাবস্থায় বড় কোন দুর্ঘটনা ঘটার পূর্বেই বেড়িবাঁধের উপর এমন কার্যক্রম বন্ধ করার আহবান জানায় স্থানীয়রা। এক্ষেত্রে সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তারা৷
৬ দিন ২০ ঘন্টা ৪৮ মিনিট আগে
৮ দিন ২০ ঘন্টা ১৯ মিনিট আগে
২৬ দিন ২১ ঘন্টা ৩৮ মিনিট আগে
২৮ দিন ১৯ ঘন্টা ২৮ মিনিট আগে
২৯ দিন ৬ ঘন্টা ৪৬ মিনিট আগে
৩২ দিন ২ ঘন্টা ২৪ মিনিট আগে
৩৩ দিন ২ মিনিট আগে
৩৭ দিন ২১ ঘন্টা ৪৮ মিনিট আগে