নাগেশ্বরীতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ২ বাস কাউন্টারে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ডোমারে 'সবার পাঠশালা'-এর শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত ফুলবাড়ীতে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে সংলাপ অনুষ্ঠিত নাগেশ্বরীতে পরিবার পরিকল্পনা অফিসের সেবা বন্ধ নেই ঈদেও ড. ইউনূসকে যা বললেন মোদি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত ডোমারে সাংবাদিক নির্যাতন, গ্রেপ্তার-১ ঝিনাইদহে কবরস্থানে বসবাস করছে অসহায় পরিবার, সাহায্যের আহ্বান বাবা-মায়ের শেষকৃত্য সম্পন্ন, জানল না শিশু আরাধ্য সবার পাঠশালার শীর্ষ নেতৃত্বে সিহাব-প্রাণহরি মোংলা বন্দরে নতুন আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে আগ্রহী চীন হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ মধুপুরে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিউটি পার্লারের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে ইসলামী ছাত্রশিবিরের সাবেক এবং বর্তমান জনশক্তিদের নিয়ে ঈদ পুণর্মিলনী পূর্ব সোনার পাড়া আদর্শ সামাজিক সংঘ এর আলোচনা সভা ও ঈদ পূণর্মিলনী সম্পন্ন। শার্শার বিভিন্ন ইউনিয়নে বিএনপি নেতৃবৃন্দের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় কুলিয়ারচরে ফরিদপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্ভোধন কুলিয়ারচরে স্মারক জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঈদের ছুটিতে ঝিনাইগাতীর গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের আগমন জমজমাট লালপুরে স্ত্রী সন্তানের ওপর রাগ করে নিজের বাড়িতে আগুন

তৃতীয় মেয়াদে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য হলেন আতিকুর রহমান

টানা তৃতীয় বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য হলেন দোহার উপজেলার কৃতি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রনেতা মুহম্মদ আতিকুর রহমান। এর পূর্বে তিনি গত দুইবার একই পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। 


ঢাকার দোহার উপজেলার লটাখোলা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান পরিবেশকর্মী মুহম্মদ আতিকুর রহমান ১৯৯৫ সালে জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, ১৯৯৭ সালে নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং এমবিএ কৃতিত্বের সাথে পাশ করেন। ছাত্ররাজনীতি ও সামাজিক উন্নয়নমূলক কাজের হাতেখড়ি হয় মাস্টারদা সূর্যসেন হল ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই।  


২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির পোলিং এজেন্ট প্রশিক্ষণ ইউনিটের সদস্য ও মাস্টার ট্রেইনার হিসেবে কাজ করেন। ঢাকা-o১ সংসদীয় আসনে পোলিং এজেন্ট সাপোর্ট সেন্টার, পোলিং এজেন্টদের প্রশিক্ষণ, দ্রুত ফলাফল গণনা ও ভোট কেন্দ্রের সাথে ২৪ ঘন্টা যোগাযোগের জন্য কল সেন্টার স্থাপন ও পরিচালনা করেন। এছাড়াও এসএমএস, লিফলেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গঠনমূলক ও তথ্যমূলক প্রচার করে রাজনীতিতে ইতিবাচক ধারার সৃষ্টি করেছিলেন। 


বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব দেলোয়ার হোসেনকে ধন্যবাদ জানিয়ে আতিকুর রহমান তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, দেশকে এগিয়ে নিতে হলে, দেশের পরিবেশ রক্ষায় আরো বেশি কাজ করতে হবে। তরুনদের পরিবেশ ভাবনা ও উদ্যোগ নিয়ে আরো বেশি এগিয়ে আসতে হবে। সবাইকে সচেতন করতে হবে। এসময় তিনি দেশের সবাইকে অন্তত তিনটি করে গাছের চারা রোপণের আহবান জানান। 


আতিক দীর্ঘদিন দায়িত্ব পালন করেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষা বিষয়ক সহ-সম্পাদক পদে ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাথে। তাছাড়া তৎকালীন ঢাকাস্থ দোহার উপজেলা স্টুডেন্ট'স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি হিসেবে ছাত্র-ছাত্রীদের জন্য কাজ করেছেন দীর্ঘদিন। নটরডেম কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আজীবন সক্রিয় সদস্য হিসেবে ও গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট  -এর কেন্দ্রীয় কমিটির ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন নিয়মিত। তিনি পরিবেশ নিয়ে নিজে যেমন কাজ করে যাচ্ছেন, এলাকার ছাত্র ও যুবকদের কাজ করার জন্য সর্বদা উৎসাহিত করে থাকেন এবং তার ব্যক্তিগত উদ্যোগে স্কুল ভিত্তিক ধারাবাহিক পরিবেশ সচেতনতামুলক ক্যাম্পেইন "সবুজ স্কুল সবুজ দেশ, গড়বো দ্রুত বাংলাদেশ" পরিচালনা করে যাচ্ছেন। ইতোমধ্যে সেই ক্যাম্পেইনের ২২তম কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। দোহার ও নবাবগঞ্জ উপজেলার সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠানে এই ক্যাম্পেইন পরিচালনা করার প্রত্যাশায় এগিয়ে যাচ্ছেন। 


এছাড়া সামাজিক, ধর্মীয় ও মানবিক কর্মকান্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত থেকে সবাইকে সহায়তা করে যাচ্ছেন সে। বর্তমানে বেসরকারী একটি টেলিকম প্রতিষ্ঠানে কর্মরত থাকার পাশাপাশি সামাজিক ও পরিবেশ উন্নয়নমূলক কাজ নিয়ে এগিয়ে যাচ্ছেন। অসম্ভব এই বিনয়ী মানুষটি সব সময় শিক্ষার্থীদের সাথে থেকে শিক্ষাকে উৎসাহিত করে যাচ্ছেন। অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ এবং আর্থিকভাবে সাহায্য করেন নিয়মিত। দোহার উপজেলা তথা বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ ও সবুজ দেশ হিসেবে গড়তে বদ্ধপরিকর তিনি৷ 

আরও খবর




ফাতেমা তুজ জোহরা'র বই "আঁধারে আকন্দ"

২৯ দিন ৬ ঘন্টা ৪৬ মিনিট আগে