কলকলে ছলছলে ঢেউ
মেঘনা নদীর জল,
এপার ওপার ভাঙ্গে গড়ে
গভীর নদীর তল।
মেঘনার পাড়ে জীবন তরী
সংগ্রাম করে বাঁচি,
জমিজমা সব ভেঙে নিলো
এভাবেই তো আছি!
মেঘনা নদী তোরই জন্য
ভাসি চোখের জলে,
তোর কিনারা তবুও থাকি
আপন ভাবি বলে।
মেঘনা নদীর ঢেউ দেখে
মনে লাগে ঢর,
ভিটামাটি কেড়ে নিয়ে
করিসনে তুই পর।
গোলাপ মাহমুদ সৌরভ
ব্রাহ্মণবাড়িয়া, বাঞ্ছারামপুর।
৬ দিন ২০ ঘন্টা ৪৮ মিনিট আগে
৮ দিন ২০ ঘন্টা ১৯ মিনিট আগে
২৬ দিন ২১ ঘন্টা ৩৮ মিনিট আগে
২৮ দিন ১৯ ঘন্টা ২৮ মিনিট আগে
২৯ দিন ৬ ঘন্টা ৪৬ মিনিট আগে
৩২ দিন ২ ঘন্টা ২৪ মিনিট আগে
৩৩ দিন ২ মিনিট আগে
৩৭ দিন ২১ ঘন্টা ৪৮ মিনিট আগে