বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের মৌড়া এমদাদ আলী উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। বুধবার সকালে বিদ্যালয়ের অডিটোরিয়ামে সকল শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে দিবসটি পালন করা হয়।
অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সোয়েম আহমেদ -এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জিয়াসমিন সুলতানা ও অন্যান্য শিক্ষকবৃন্দ। দিবসটি পালন উপলক্ষে বিদ্যালয়ে গাছের চারা রোপণ করে কতৃপক্ষ।
শেখ রাসেল দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। তার আগে শিক্ষক ও শিক্ষার্থীরা শেখ রাসেলের ছবিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
উল্লেখ্য, বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের এক সিদ্ধান্ত অনুযায়ী, ২০২১ সাল থেকে শেখ রাসেলের জন্মদিনকে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালন করা হচ্ছে। এবার দিবসটি পালনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’।
৬ দিন ২০ ঘন্টা ৫০ মিনিট আগে
৮ দিন ২০ ঘন্টা ২১ মিনিট আগে
২৬ দিন ২১ ঘন্টা ৩৯ মিনিট আগে
২৮ দিন ১৯ ঘন্টা ৩০ মিনিট আগে
২৯ দিন ৬ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩২ দিন ২ ঘন্টা ২৬ মিনিট আগে
৩৩ দিন ৪ মিনিট আগে
৩৭ দিন ২১ ঘন্টা ৫০ মিনিট আগে