দোহার উপজেলার বাজার সংলগ্ন ঘাটা এলাকার আঞ্চলিক মহাসড়কে ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। বুধবার রাত ১০টার দিকে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দোহার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ও থানা পুলিশ।
দোহার ফায়ার সার্ভিস ইষ্টেশন মাষ্টার তামিম হাওলাদার বলেন, ঘাটা এলাকায় একটি ট্রাকে আগুন দিয়েছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতিতে আমাদের দোহার ফায়ার স্টেশনের দুইটি ইউনিট আগুন নেভাতে কাজ করেছেন।
স্থানীয় ও প্রত্যাক্ষদর্শীরা জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের তারিখ ঘোষণা করেন। এরপর থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে আগুন দেওয়া ও নানা ঘটনার খবর আমরা জানতে পারি।আর ঐদিন রাতেই দোহার উপজেলার বাজার সংলগ্ন ঘাটা এলাকায় আঞ্চলিক মহাসড়কের উপর দাড়িয়ে থাকা একটি সিমেন্টের গাড়ীতে অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে বলে জানায় তারা।
এ বিষয়ে দোহার সার্কেলের সহকারি পুলিশ সুপার মো. আশরাফুল আলম বলেন, সংবাদ পাওয়ার পর দোহার থানা পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হই। পুলিশ বাহিনীর সদস্যরা আগুন নেভাতে কাজ করেছেন।পরে বৃহস্পতিবার সকালে আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় দোহার থানায় একটি মামলা রুজু করতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
৬ দিন ২০ ঘন্টা ৫০ মিনিট আগে
৮ দিন ২০ ঘন্টা ২১ মিনিট আগে
২৬ দিন ২১ ঘন্টা ৩৯ মিনিট আগে
২৮ দিন ১৯ ঘন্টা ৩০ মিনিট আগে
২৯ দিন ৬ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩২ দিন ২ ঘন্টা ২৬ মিনিট আগে
৩৩ দিন ৪ মিনিট আগে
৩৭ দিন ২১ ঘন্টা ৫০ মিনিট আগে