ফুল-পাখি লতাপাতা গাছ আর ঘাস
দোলা দেয় বুনোহাঁস বুকে বারোমাস।
কোকিলের কুহুকুহ দোয়েলের সুর
ভালো লাগে ঘুঘু ডাকা উদাস দুপুর।
ভোরের রবি আর জোছনা ও তারা
জোনাকির আলো দেখে মন দিশেহারা।
বিস্তৃর্ণ মাঠঘাট ভালো লাগে কতো
ভালো লাগে মায়াময় সুখ অবিরত।
ভালো লাগে মা ডাক ঝরে মধুরতা
দিগন্তের প্রকৃতি তার নিরবতা।
নদীর কলতান সাগরের ঢেউ
কি যে ভালো লাগে তা জানবে না কেউ?
ভালো লাগে নানুবাড়ি ছুটে চলে যাওয়া
বিশুদ্ধ বাতাসটা প্রাণ ভরে খাওয়া।
বাবার শাসন আর মায়ের আদর
বড়ো ভালো লাগে পেতে শ্রাবণ-ভাদর।
পর্বতমালা আর ঝর্ণা-প্রপাত
খুব বেশি ভালো লাগে চাঁদ জাগা রাত।
মসজিদে বেজে চলা আজান ধ্বনি
আমাকে করে ফ্যালে ধনীর ধনী।
পল্লী গাঁও আর তার মেঠোপথ
ঐ খানে রেখে আসি যতো মতামত
এই সব দেখে দেখে হয়ে গেছি কবি
লিখিটিখি ছড়াগান আঁকি নানা ছবি।
শাহীন খান
লেখক
বানারীপাড়া, বরিশাল।
৬ দিন ২০ ঘন্টা ৪৮ মিনিট আগে
৮ দিন ২০ ঘন্টা ১৯ মিনিট আগে
২৬ দিন ২১ ঘন্টা ৩৭ মিনিট আগে
২৮ দিন ১৯ ঘন্টা ২৮ মিনিট আগে
২৯ দিন ৬ ঘন্টা ৪৬ মিনিট আগে
৩২ দিন ২ ঘন্টা ২৪ মিনিট আগে
৩৩ দিন ২ মিনিট আগে
৩৭ দিন ২১ ঘন্টা ৪৮ মিনিট আগে