হিমেল হাওয়া সবুজ পাতায়
যায় দিয়ে যায় দোল
মাঠে ঘাটে পথ-প্রান্তরে
হেমন্তেরই বোল।
কচি কচি সবুজ ডগায়
মুক্তদানার মত
রোজ সকালে শিশির বিন্দু
জমে অবিরত।
রোদ্র এসে ঝিলিক ছড়ায়
সোনারং ধান ক্ষেতে
আকাশ জমিন নিবিড় প্রেমে
ওঠে দারুণ মেতে।
নব অন্নের সুখ আনন্দে
ধান হয় ঘরে তোলা
নতুন ধানের গন্ধে ভরে
চাষীর ঘর ও গোলা।
আষাঢ়ে ঢল ভাসিয়ে নেয়
স্বপ্ন যখন সব
হেমন্তের এই ছোঁয়ায় পূর্ণ
সব করে দেন রব।
নতুন ঋতুর আবর্তনে
নবান্নের এই ডাক
গ্রামবাংলার এই রূপের পসরা
এমনি বেঁচে থাক।
৫ দিন ৭ ঘন্টা ১৪ মিনিট আগে
৭ দিন ৬ ঘন্টা ৪৫ মিনিট আগে
২৫ দিন ৮ ঘন্টা ৩ মিনিট আগে
২৭ দিন ৫ ঘন্টা ৫৪ মিনিট আগে
২৭ দিন ১৭ ঘন্টা ১২ মিনিট আগে
৩০ দিন ১২ ঘন্টা ৫০ মিনিট আগে
৩১ দিন ১০ ঘন্টা ২৭ মিনিট আগে
৩৬ দিন ৮ ঘন্টা ১৪ মিনিট আগে