আমাদের দেশের বেশিরভাগ শিক্ষার্থীদের স্বপ্ন থাকে পড়াশোনা শেষ করে ভাল গ্রেডের একটা সরকারি চাকরি করা৷ যদিও এটা সোনার হরিণ, তবুও সরকারি চাকরিতেই শিক্ষার্থীদের আকর্ষণ বেশি থাকে। তবে সমস্যার সম্মুখীন হয় তখনই, যখন তারা সরকারি চাকরিতে আবেদন করে৷ প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরির আবেদনে ৫০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত আবেদন ফি হয়ে থাকে। যা কিছু ক্ষেত্রে এক হাজার টাকাও হয়। আর তৃতীয় ও চতুর্থ শ্রেণির চাকরির আবেদন ফি হয়ে থাকে ১১২ টাকা থেকে ২২৩ টাকা পর্যন্ত। ছাত্র থাকাকালীন বেশিরভাগ শিক্ষার্থীরাই বেকার হয়ে থাকে। তাদের পক্ষে আবেদন ফি এত-টাকা দেওয়াটা যেনো পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। প্রতি মাসে বিভিন্ন চাকরির আবেদনে অনেক টাকা খরচ হয়ে যায় চাকরি প্রত্যাশীদের। কিছু ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানেও আবেদনের ক্ষেত্রে একটি নির্দিষ্ট পরিমাণ আবেদন ফি দিতে হয়। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির আবেদন 'ফি' কমাতে কিংবা পুরোপুরি বাদ দিতে অনেক সময় শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের আন্দোলন করতে দেখা যায়। কিন্তু সরকারিভাবে কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণের অভাবে এসব আন্দোলন কোন কাজে আসে না। সর্বোপরি সকল চাকরির আবেদন ফি বর্তমানের চেয়ে কমানোর জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
নামঃ ইমরান খান রাজ
প্রাক্তন শিক্ষার্থী, বি.বি.এস, পদ্মা সরকারি কলেজ, দোহার - ঢাকা।
৫ দিন ৭ ঘন্টা ১৩ মিনিট আগে
৭ দিন ৬ ঘন্টা ৪৫ মিনিট আগে
২৫ দিন ৮ ঘন্টা ৩ মিনিট আগে
২৭ দিন ৫ ঘন্টা ৫৪ মিনিট আগে
২৭ দিন ১৭ ঘন্টা ১২ মিনিট আগে
৩০ দিন ১২ ঘন্টা ৫০ মিনিট আগে
৩১ দিন ১০ ঘন্টা ২৭ মিনিট আগে
৩৬ দিন ৮ ঘন্টা ১৪ মিনিট আগে