খোলা মাঠে সবুজ ঘাস
খেলছে যুবক ফুটবল,
তাদের মাঝে তুমি নেই
তবু কত যুবকের দল।
জানালা খুলে দেখি
নারিকেল গাছে টিয়ে,
নারিকেল তলায় তুমি নেই
খুঁজি তোমায় অন্তর দিয়ে।
তুমি নেই খোলা মাঠে
কিংবা খোলাকাশের নীচে,
তুমিহীনা একলা আমি
আমার বড্ড কষ্ট হচ্ছে।
জাহাঙির নগরেও তুমি নেই;
তুমি নেই সাভারের সেই পুকুরপারে,
কেন জানি বার বার আজ
তোমাকেই আমার খুব মনে পরে।
এসো ফিরে এই সাভারে
তোমারি অপেক্ষায় আমি,
রাত পেরিয়ে কত ভোর এলো
এলেনা ফিরে তুমি।
ফিরে এসো এই জাহাঙির নগরে
পদ্ম ফোটা ঝিলে,
ঝাল মরিচ দিয়ে ফুচকা খাবো
আমারা দুজন মিলে।
হাত ধরে হাটবো দু'জন
ঘুরবো হুডতোলা রিকশায়,
ওভার ব্রিজে তোমার আমার গল্প
রেখে যাবো ঝাও বনের বাগানটায়।
আফরিনা সুলতানা ঈশিতা
শিক্ষার্থী, সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ।
নবাবগঞ্জ, ঢাকা -১৩২০।
৬ দিন ২০ ঘন্টা ৪৫ মিনিট আগে
৮ দিন ২০ ঘন্টা ১৭ মিনিট আগে
২৬ দিন ২১ ঘন্টা ৩৫ মিনিট আগে
২৮ দিন ১৯ ঘন্টা ২৬ মিনিট আগে
২৯ দিন ৬ ঘন্টা ৪৪ মিনিট আগে
৩২ দিন ২ ঘন্টা ২২ মিনিট আগে
৩২ দিন ২৩ ঘন্টা ৫৯ মিনিট আগে
৩৭ দিন ২১ ঘন্টা ৪৬ মিনিট আগে