যার বন্দনায় হৃদয় মগ্ন দিবারাত্রি
যার নয়নের দিকে তাকিয়ে-
হৃদয় হারিয়ে যায় গহীন পুষ্পের অরণ্যে,
যার কথা ভাবতে ভাবতে-
অগ্নিময় পথ পাড়ি দিলেও
ছুঁতে পারবে না উত্তপ্ত অগ্নিকণা আমায়।
যার কথা ভাবতে ভাবতে-
গভীর সমুদ্র পাড়ি দিলেও
ক্লান্ত হবো না আমি।
যার কথা ভাবতে ভাবতে-
কঠিন বরফের স্তূপে দাঁড়িয়ে থাকলেও
বুঝতে পারবো না আমি বরফের টুকরো হয়ে গেছি।
যার কথা ভাবতে ভাবতে-
মরুভূমির উত্তপ্ত পথ পাড়ি দিলেও
মনে হবে শীতল ছায়া ঘেরা পথে আছি।
যার কথা ভাবতে ভাবতে-
কণ্টকময় পথেও মনে হবে পুষ্প ছড়ানো।
কারণ, সে আমায় শুধু ভালোবাসে না
সে আমায় বিশ্বাস করে।
শারমিন নাহার ঝর্ণা
পাংশা, রাজবাড়ী।
৬ দিন ২০ ঘন্টা ৪৫ মিনিট আগে
৮ দিন ২০ ঘন্টা ১৭ মিনিট আগে
২৬ দিন ২১ ঘন্টা ৩৫ মিনিট আগে
২৮ দিন ১৯ ঘন্টা ২৬ মিনিট আগে
২৯ দিন ৬ ঘন্টা ৪৪ মিনিট আগে
৩২ দিন ২ ঘন্টা ২২ মিনিট আগে
৩২ দিন ২৩ ঘন্টা ৫৯ মিনিট আগে
৩৭ দিন ২১ ঘন্টা ৪৬ মিনিট আগে