বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়েছে ঢাকার দোহার উপজেলার মৌড়া এমদাদ আলী উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা। রবিবার সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়৷ এসময় উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে জাতীয় বই উৎসবের নানান উপকারী দিক তুলে ধরেন।
বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উল্লসিত ছিলো শিক্ষার্থীরা। এতে করে তাদের পড়ালেখায় মনযোগ বৃদ্ধি পাবে বলে আশা করেন অভিভাবকবৃন্দ।
উল্লেখ্য, এর আগে গতকাল শনিবার (৩১ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৬ দিন ২০ ঘন্টা ৪৫ মিনিট আগে
৮ দিন ২০ ঘন্টা ১৭ মিনিট আগে
২৬ দিন ২১ ঘন্টা ৩৫ মিনিট আগে
২৮ দিন ১৯ ঘন্টা ২৬ মিনিট আগে
২৯ দিন ৬ ঘন্টা ৪৪ মিনিট আগে
৩২ দিন ২ ঘন্টা ২২ মিনিট আগে
৩২ দিন ২৩ ঘন্টা ৫৯ মিনিট আগে
৩৭ দিন ২১ ঘন্টা ৪৬ মিনিট আগে