অমর একুশে বইমেলা ২০২৩-এ প্রকাশ হয়েছে কবি সেগুফতা আনসারী'র একক কাব্যগ্রন্থ "স্বপ্নছায়া"। জীবনে ঘটে যাওয়া অনেক স্মৃতিকে ছন্দ-কথার নান্দনিক উপস্থাপনের মধ্যেমে স্মৃতিময় করে রাখার উদ্দেশ্যে কিছু আবেগ-ঘন ভাবনাকে একত্রে প্রকাশ করার নিমিত্তে এই কাব্যগ্রন্থটি মুদ্রণে সম্মত হয়েছেন লেখিকা। সুনামগঞ্জ জেলার তাহিপুর উপজেলার হাওর বেষ্টিত মানিকখিলা গ্রামে জন্মগ্রহণ করা বর্তমান সময়ের উদীয়মান কবি সেগুফতা আনসারী সিলেট সদর উপজেলার মেদিনী মহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।
বইটি সম্পর্কে জানতে চাইলে লেখিকা বলেন, "স্বপ্নছায়া" কাব্যগ্রন্থটিতে মূলত আমি স্রষ্টার নয়নাভিরাম সৃষ্টি, প্রকৃতির সাথে মানব মনের প্রেম-বিরহের সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছি। আমার কাব্যগ্রন্থটিতে প্রকাশিত ৫৬টি কবিতার মধ্যে ৭টি কবিতাই নিজের অপ্রকাশিত স্বপ্ন নিয়ে লেখা। তাছাড়া অন্যান্য কবিতাগুলোতে পাঠক কল্পনা ও বাস্তবতার গভীর সম্পর্ক স্থাপনে স্বপ্নলোকের সুখ আস্বাদন করতে পারবে তাই বইটির নামকরণ করেছি "স্বপ্ন ছায়া"।
তিনি আরও বলেন, একজন কবির কাছে তার সৃষ্টি সব-সময়ই প্রিয়। তারপরেও কিছু মূহুর্তের সাথে কবির অনরকম ভালোলাগা জড়িয়ে থাকে। সেই মূহুর্তটিকে লেখনীতে আবব্ধ করে রাখার মধ্যেই কবি খুঁজে পায় মানসিক প্রশান্তি। আমার তেমনি একটি কবিতা-"অনন্ত পথ চলা"। এই কবিতাটিতে ফুটে উঠেছে আমার গ্রামের ছবি। যেখানে হয়েছিল আমার কবিতা লেখার হাতেখড়ি। আমার কল্পনা-বিলাসী মনে আবছা হয়ে ধরা দিত এমনি এক নির্বাক চিত্র। যা আজও আমাকে আন্দোলিত করে যায়। আমি বার বার ফিরে যাই আমার কৈশোর ও তারুণ্যের মধুময় দিনগুলোতে।
স্বপনছায়া-বইটির প্রচ্ছদ করেছেন চারুশিল্পী হাসনাত সাইফুল। বইটি প্রকাশ করেছে দেশবাংলা প্রকাশন। চার ফর্মার এই বইটির প্রচ্ছদ মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। বইটি ২৫% ছাড়ে পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলা ২০২৩ইং এর চারু-সাহিত্যাঙ্গনের ৫৪৮নং স্টলে। পরবর্তীতে বইটি পাওয়া যাবে রকমারি ডটকম-সহ, সিলেটের জিন্দাবাজারের ৪-রাজা ম্যানশন, নুজহাত বুকস্টোরে।
৬ দিন ২০ ঘন্টা ৪৫ মিনিট আগে
৮ দিন ২০ ঘন্টা ১৭ মিনিট আগে
২৬ দিন ২১ ঘন্টা ৩৫ মিনিট আগে
২৮ দিন ১৯ ঘন্টা ২৬ মিনিট আগে
২৯ দিন ৬ ঘন্টা ৪৪ মিনিট আগে
৩২ দিন ২ ঘন্টা ২২ মিনিট আগে
৩২ দিন ২৩ ঘন্টা ৫৯ মিনিট আগে
৩৭ দিন ২১ ঘন্টা ৪৬ মিনিট আগে