ডোমারে জামায়াতে ইসলামীর স্বাগত র্যালি অনুষ্ঠিত
রমজানের পবিত্রতা বজায় রাখার আহ্বান জানিয়ে নীলফামারীর ডোমারে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে জামায়াতে ইসলামীর উদ্যোগে স্বাগত র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮শে ফেব্রুয়ারী) বাদ মাগরিব ডোমার বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা থেকে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর খন্দকার আহমাদুল হক মানিকের নেতৃত্বে একটি স্বাগত র্যালি বের হয়ে শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাটার মোড়ে পথসভায় মিলিত হয়।
এতে রমজানের পবিত্রতা বজায় রাখা সহ দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখার আহ্বান জানান বক্তারা।
এসময় উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারী হাফেজ মাওলানা মোঃ আব্দুল হক, পৌর জামায়াতে ইসলামীর আমীর মোঃ নুর কামাল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ সোহেল রানা প্রমুখ সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।