চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস বিভাগ থেকে সম্প্রতি সিজিপিএ ৩.১৩ পেয়ে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে বাহার উদ্দিন রায়হান। বিভাগের অন্যান্য শিক্ষার্থীদের মতো তার জীবন এত সহজ ছিলনা। ভাগ্যের নির্মম পরিহাসে পূর্ণ ছিল তার প্রতিটি ক্ষণ। ছোটবেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমারে দূর্ঘটনার শিকার হয়ে তার একটি হাত এবং অন্য হাতের কনুই পর্যন্ত কেটে বাদ দিতে হয়। তার জন্মের আগেই তার বাবা মারা যান। মায়ের আদরে থেকে আজ এই পর্যন্ত এসেছেন তিনি।
নিজ এলাকা কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা জহিরপাড়া গ্রামেই পড়ালেখা চালিয়ে যান তিনি। কিন্তু দুটি হাত না থাকায় পড়াশোনা নিয়ে ব্যাপক বেকায়দায় পড়েন। কিন্তু নিজের অদম্য ইচ্ছে আর তার মামাদের উৎসাহে পূনরায় পড়ালেখা শুরু করেন। তিনি হাতের কনুই ও মুখ দিয়ে লিখতে শুরু করেন। নিজ গ্রামের আল রায়েদ একাডেমি নামক প্রতিষ্ঠান থেকে ২০০৮সনে প্রাথমিক, স্থানীয় উচ্চ বিদ্যালয় থেকে ২০১৪ সনে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এসএসসি ও স্থানীয় একটি কলেজ থেকে ২০১৬ সনে এইচএসসি পাস করে উচ্চ শিক্ষার জন্য ভর্তি হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে। সম্প্রতি স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছেন।
শত কষ্টের মাঝে লেখাপড়ায় স্নাতকোত্তর শেষ করা রায়হান পারিবারের অবদানকে রেখেছেন বড় করে। তিনি বলেন, তার এতটুকু আসার পিছনে তার মায়ের পরে নানার বাড়ির অবদান সবচেয়ে বেশি। কারণ তার নানা পরিবার বিশেষ করে তার মামারা তাকে মানসিক ও আর্থিকভাবে সাহায্য করেছেন প্রচুর। কিন্তু চবিতে ভর্তি হওয়ার পর কারও সাহায্য নেননি রায়হান। তিনি দেশের প্রথম অ্যাপভিত্তিক অনলাইন রেস্টুরেন্ট চালু করেন। কোন স্থানে যাতায়াতের জন্য একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার হিসেবেও তিনি তৈরী করেন “কেমনে যাব ডট কম” এর মতো বিশাল একটি সাইট। তিনি নিজেই অর্থনৈতিক কাজকর্ম করে তার এবং সংসার চালানোর চেষ্টা করেছেন। বর্তমানে মায়ের দেখভাল করেছেন এবং তিনি বলেন এখন একটি ভাল মানের চাকরি পেলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব।
৪৩২ দিন ২১ ঘন্টা ৩৪ মিনিট আগে
৪৩৯ দিন ২০ ঘন্টা ১২ মিনিট আগে
৪৪৪ দিন ২৩ ঘন্টা ১১ মিনিট আগে
৪৪৫ দিন ২২ ঘন্টা ২০ মিনিট আগে
৪৫২ দিন ৩ ঘন্টা ৫৫ মিনিট আগে
৪৫৬ দিন ২২ ঘন্টা ২৮ মিনিট আগে
৪৫৭ দিন ১৭ ঘন্টা ১৭ মিনিট আগে
৪৫৮ দিন ১৬ ঘন্টা ৫১ মিনিট আগে