চট্টগ্রাম জেলার বৃহত্তর হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও প্রবীণ আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মেহবুব আলম গুলজার ০৯মে (মঙ্গলবার) সন্ধ্যায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিলো ৮৫ বছর। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। রাজনৈতিক সহকর্মীসহ অসংখ্য গুণগ্রাহী শোকে স্তব্ধ হয়ে রয়েছে। তিনি দীর্ঘদিন যাবত কিডনি রোগসহ নানান জটিল রোগে আক্রান্ত ছিলেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন- বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবদুস সালাম ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমান।
হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমান সহ হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সদস্যবৃন্দ।
১০মে (বুধবার) পূর্ব শিকারপুর চাঁন্দ মসজিদ ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে এবং স্থানীয় কবরস্থান দাফন করা হবে।
৪৩২ দিন ২১ ঘন্টা ৩৯ মিনিট আগে
৪৩৯ দিন ২০ ঘন্টা ১৬ মিনিট আগে
৪৪৪ দিন ২৩ ঘন্টা ১৬ মিনিট আগে
৪৪৫ দিন ২২ ঘন্টা ২৫ মিনিট আগে
৪৫২ দিন ৪ ঘন্টা ০ মিনিট আগে
৪৫৬ দিন ২২ ঘন্টা ৩৩ মিনিট আগে
৪৫৭ দিন ১৭ ঘন্টা ২২ মিনিট আগে
৪৫৮ দিন ১৬ ঘন্টা ৫৬ মিনিট আগে