চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিজ্ঞান অনুষদভুক্ত 'এ' ইউনিটের গত ১৬ ও ১৭ মে অনুষ্ঠিত হওয়া ভর্তি পরীক্ষার ফলাফল চূড়ান্ত হলেও প্রকাশিত হয়নি। তবে এরই মধ্যেই ঘটেছে বিপত্তি। বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা নিজের ছেলের ভর্তি পরীক্ষার ফলাফল পেয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দাবি করে একটি পোস্ট করেন।
বিশ্ববিদ্যালয়ের ঐ কর্মকর্তা রোববার (২১ মে) সন্ধ্যার দিকে তার ছেলে ‘এ’ ইউনিটে মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছেন জানিয়ে নিজের ফেইসবুক একাউন্টে পোস্টটি করেন। সেখানে তিনি লিখেন, “আলহামদুলিল্লাহ আমার ছেলে আবীর চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের A Unit (সায়েন্স ফ্যাকাল্টি) ভর্তি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় ১৬৯৬ এবং কোটা তালিকায় ৩য় হয়েছে। সবার কাছে দোয়া প্রার্থী।”
জানা যায়, এই কর্মকর্তার নাম মোহাম্মদ সোহরাওয়ার্দী, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কশীট শাখায় উপ-পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে কর্মরত আছেন। তার এই পোস্টের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। সবার মাঝে চবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল নিয়ে বড় রকমের সন্দেহ তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ঐ কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমাকে মাপ করেন। আমার ছেলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে দেখে আমাকে জানালে আমি পোস্ট করি, এটা উড়ো খবর ছিল। বিগত ৩০ বছর ধরে আমি সততার সাথে বিশ্ববিদ্যালয়ে কাজ করছি। কিন্তু এমন কাজে আমার চাকরি চলে যেতে পারে।
ফলাফল প্রকাশের আগেই কিভাবে চবি কর্মকর্তা নিজের ছেলের ফলাফল পেয়ে গেলেন এমন প্রশ্নের উত্তরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. খাইরুল ইসলাম বলেন, বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ফলাফল এখনো প্রকাশিত হয়নি। সোমবার (২২মে) সকালে প্রকাশ করা হবে। আইসিটি থেকে ফলাফল লিক হওয়ার কোনো সুযোগ নেই। ওই কর্মকর্তা কীভাবে রেজাল্ট পেলেন তা তিনিই ভালো বলতে পারবেন। এসম্পর্কে আমার জানা নেই।
৪৩২ দিন ২১ ঘন্টা ৩৯ মিনিট আগে
৪৩৯ দিন ২০ ঘন্টা ১৬ মিনিট আগে
৪৪৪ দিন ২৩ ঘন্টা ১৬ মিনিট আগে
৪৪৫ দিন ২২ ঘন্টা ২৫ মিনিট আগে
৪৫২ দিন ৪ ঘন্টা ০ মিনিট আগে
৪৫৬ দিন ২২ ঘন্টা ৩৩ মিনিট আগে
৪৫৭ দিন ১৭ ঘন্টা ২২ মিনিট আগে
৪৫৮ দিন ১৬ ঘন্টা ৫৬ মিনিট আগে