যৌতুক
সাদিক আহমদ সিয়াম
----------------------
সে নয় কোনো কৌতুক ,
নাম তার যৌতুক।
সে আদি কালের এক রোগ,
পারছিনা সামলাতে যৌতুকের লোভ।
রহিমের আদরের মেয়ে,
ঘটেছে তার বিয়ে।
আনন্দের চাপ বাড়ি মহল্লাতে।
বিবাহ যাত্রা সম্পূর্ণ হলো,
জিজ্ঞেস করতেই বলে
আমার মেয়ে আছে ভালো।
হঠাৎ যেনো ঝড় এলো,
কান্নার্থ চোখে বলছে মেয়ে
যৌতুক আমায় চেপে ধরলো।
ভাঙ্গলো তার সংসার,
আনন্দ যেনো ছারখার।
বুঝতে বাকি নায়,
এটাই যৌতুক এর মার।
হাজারো বোনের কান্না,
দেখছে পাড়া মহল্লা।
কবে উড়বে সুস্থ সমাজের ডঙ্কা?
আসুন,
মিলিত হয় এক বন্ধনে।
কঠোর ভাবে দাঁড়াবো আমরা,
যৌতুকের বিরুদ্ধে।
৪৩২ দিন ২১ ঘন্টা ৪১ মিনিট আগে
৪৩৯ দিন ২০ ঘন্টা ১৯ মিনিট আগে
৪৪৪ দিন ২৩ ঘন্টা ১৮ মিনিট আগে
৪৪৫ দিন ২২ ঘন্টা ২৭ মিনিট আগে
৪৫২ দিন ৪ ঘন্টা ২ মিনিট আগে
৪৫৬ দিন ২২ ঘন্টা ৩৫ মিনিট আগে
৪৫৭ দিন ১৭ ঘন্টা ২৪ মিনিট আগে
৪৫৮ দিন ১৬ ঘন্টা ৫৮ মিনিট আগে