চট্টগ্রামের হাটহাজারীতে ঘরে ঢুকে ননদের স্বামী ও স্বামীর বন্ধু মিলে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে উক্ত ঘটনায় অভিযুক্ত দুইজনকে আসামি করে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে ধর্ষণের শিকার ওই গৃহবধূ।
এ ঘটনায় কাজী এমদাদুল হক প্রকাশ খোকন (৩৭) নামে একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তভোগীর দায়ের করা ধর্ষণ মামলার তদন্তকারী কর্মকর্তা হাটহাজারী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ নুরুল আলম।
মামলার বরাত দিয়ে পুলিশ পরিদর্শক জানান, গত ২৯ মে রাতে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের আমান বাজারস্থ লালিয়ারহাট চৌধুরীপাড়া এলাকার ইদ্রিস ম্যানশনের দ্বিতীয় তলার ২নং ফ্ল্যাটে ওই গৃহবধূর শয়ন কক্ষে প্রবেশ করে তাকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক গণধর্ষণ করে অভিযুক্তরা। এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূ উক্ত ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আজম চৌধুরী বাড়ির সেকান্দর মিয়ার পুত্র তারেকুল ইসলাম প্রকাশ তারেক (৩২) ও নগরীর বায়োজিদ বোস্তামি থানাধীন পূর্ব কুলগাঁও ২নং ওয়ার্ড এলাকার কাজী বাড়ির মৃত কাজী আজিজুল হকের পুত্র কাজী এমদাদুল হক প্রকাশ খোকনের (৩৭) বিরুদ্ধে মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
অভিযুক্ত তারেক ইদ্রিস ম্যানশনের তত্ত্বাবধায়ক ও ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামীর বন্ধু এবং খোকন সম্পর্কে ভুক্তভোগীর ননদের স্বামী।
ওই পুলিশ পরিদর্শক আরও জানান, ভুক্তভোগীর স্বামী ওমান প্রবাসী। তার বাবার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতি এলাকায় এবং শ্বশুরবাড়ি পার্বত্য জেলা রাঙ্গামাটির জেলার কাউখালী উপজেলায় হলেও প্রায় ৮-১০ মাস যাবত উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের আমান বাজারস্থ লালিয়ারহাট চৌধুরীপাড়া এলাকার ইদ্রিস ম্যানশনের একটি ভবনে বাসা ভাড়ায় বসবাস করে আসছিলেন। গত ৬-৭ আসে তার স্বামী বিদেশে পাড়ি জমালে ওই গৃহবধূ ভবনটিতে একা বসবাস করেন। স্বামী বিদেশে থাকায় ননদের স্বামী খোকন তাকে বাজার করে দিতেন।
হাটহাজারী মডেল থানার ওসি মুহাম্মদ রুহুল আমীন সবুজ জানান, উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের লালিয়ারহাট এলাকার একটি ভবনে এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর মামলা দায়েরের পর অভিযুক্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ধর্ষণের শিকার ওই গৃহবধূকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি অপর আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।
৪৩২ দিন ২১ ঘন্টা ৩৯ মিনিট আগে
৪৩৯ দিন ২০ ঘন্টা ১৬ মিনিট আগে
৪৪৪ দিন ২৩ ঘন্টা ১৬ মিনিট আগে
৪৪৫ দিন ২২ ঘন্টা ২৫ মিনিট আগে
৪৫২ দিন ৪ ঘন্টা ০ মিনিট আগে
৪৫৬ দিন ২২ ঘন্টা ৩৩ মিনিট আগে
৪৫৭ দিন ১৭ ঘন্টা ২২ মিনিট আগে
৪৫৮ দিন ১৬ ঘন্টা ৫৬ মিনিট আগে