হাটহাজারীতে মো. আবু তাহের (৬০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে তাঁরই আপন ভাই ও ভাইপোদের বিরুদ্ধে। নিহত আবু তাহের উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আকবর বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে ও হাটহাজারী উপজেলার স্বনামধন্য একাউন্টিং শিক্ষক মোঃ একরাম হোসেন (নাজিম স্যার) এর পিতা।
গতকাল শনিবার (২৪ জুন) রাত আটটার দিকে আবু তাহেরের বসতঘরে এই ঘটনা ঘটে। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সরওয়ার মোর্শেদ তালুকদার। এ সময় নিহত আবু তাহেরের স্ত্রী নাহার বেগম (৬০), তাঁর ছেলে মোহাম্মদ আজম (৩৫), পুত্রবধূ (অন্তসত্ত্বা) বিবি রহিমা (২০) ও এমি (২৮) নামে চারজন আহত হয়। তাদের মধ্যে মো. আজমের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, তাদের বসতঘরের সামনে পুকুরের পাশে বাঁশ দিয়ে একটি বৈঠকখানা নির্মাণ করেন মো. ইউসুফের ছেলে। দিনের বেলায় যখন বাড়ির নারীরা ওই পুকুরে গোসল করতে যায় তখন ইউসুফের ছেলেরা ওই বৈঠকখানায় বসে নারীদেরকে বিভিন্ন রকমের মন্তব্য করে। তাই নিহত তাহেরের ছেলে ওই বৈঠকখানাটি ভেঙ্গে দেন। ওই ঘটনার জের ধরে অভিযুক্ত ইউসুফ ও তার ছেলে নিহত আবু তাহের ও তার ছেলে এবং পুত্রবধূকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। আহতবস্থায় স্থানীয়রা আবু তাহের ও আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবু তাহেরকে মৃত ঘোষণা করেন এবং আহতদের গুরুতর জখম হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করেন।
রাত পৌনে ১১ টার দিকে হাটহাজারী মডেল থানার ওসি মো. মনিরুজ্জামান প্রতিবেদককে আবু তাহেরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের আপন ভাই মো. ইউসুফ ও তার ছেলে পিটিয়ে আবু তাহেরকে হত্যা করেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এই ঘটনায় পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
এদিকে, ঘটনার পর থেকে অভিযুক্তরা আত্মগোপনে চলে গেছেন বলে জানা গেছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।
৪৩২ দিন ২১ ঘন্টা ৩৪ মিনিট আগে
৪৩৯ দিন ২০ ঘন্টা ১২ মিনিট আগে
৪৪৪ দিন ২৩ ঘন্টা ১১ মিনিট আগে
৪৪৫ দিন ২২ ঘন্টা ২০ মিনিট আগে
৪৫২ দিন ৩ ঘন্টা ৫৫ মিনিট আগে
৪৫৬ দিন ২২ ঘন্টা ২৮ মিনিট আগে
৪৫৭ দিন ১৭ ঘন্টা ১৭ মিনিট আগে
৪৫৮ দিন ১৬ ঘন্টা ৫১ মিনিট আগে