হাটহাজারীর ঐতিহ্যবাহী যুব সংগঠন ওহাব আনজুম যুব সংঘ'র ব্যবস্থাপনায় হাটহাজারী উপজেলা যুব উন্নয়ন উদ্যোগে ৩০ জন নারী সেলাই প্রশিক্ষণ কার্য সম্পন্ন করেছে। গতকাল ফতেপুর ইউনিয়নস্থ জোবরা গুললংকার অনাথ আশ্রম প্রাঙ্গণে আয়োজিত এক জৌলুশপূর্ণ আয়োজনের মাধ্যমে ওই নারীদের হাতে সনদপত্র এবং সরকারপ্রদত্ত ভাতা তুলে দেয়া হয়।
এতে ওহাব আনজুম যুব সংঘ'র প্রতিষ্ঠাতা এবং চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা সাহেদা সুলতানা প্রশিক্ষণ সম্পন্নকারীদের উদ্দেশ্যে বলেন- 'আপনাদের কর্মসংস্থানের জন্য সরকারের এসব উদ্যোগ। সেলাই কাজ করতে পারলে পরিবারের প্রধান রোজগারকারী পুরুষ সদস্যের উপর চাপ কমবে, পরিবারে অর্থ সংকট কেটে যাবে পাশাপাশি নিজ এবং সন্তানদের প্রয়োজনীয় কাজটুকু অন্তত: নিজেই করতে পারবেন।
ওহাব আনজুম যুব সংঘ'র, সভাপতি মোহাম্মদ জামশেদুল আবেদীন নাবিলের সভাপতিত্বে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোছাম্মৎ শাকিলা খাতুন। ছিলেন- যুব উন্নয়ন অফিসের কর্মকর্তা শরীফ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন- জোবরা গুললংকার অনাথ আশ্রমের সভাপতি সাথী উদয় কুসুম বড়ুয়া, ওহাব আনজুম যুব সংঘ'র উপদেষ্টা পারভেজ উদ্দিন ইকবাল। ওহাব আনজুম যুব সংঘ'র সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সালের পরিচালনায় এতে আরো আলোচনা করেন- সাংগঠনিক সম্পাদক আরিফুল হাসান মিনার, অর্থ সম্পাদক আবুল কাশেম ইমন, শিক্ষা বিষয়ক সম্পাদক পাভেল উদ্দিন আরফান, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ মিনারুল ইসলাম সাইমন, সদস্য রিয়াজ উদ্দিন, আবেশ বড়ুয়া। এতে সমাজের গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
৪৩২ দিন ২১ ঘন্টা ৩৬ মিনিট আগে
৪৩৯ দিন ২০ ঘন্টা ১৪ মিনিট আগে
৪৪৪ দিন ২৩ ঘন্টা ১৪ মিনিট আগে
৪৪৫ দিন ২২ ঘন্টা ২২ মিনিট আগে
৪৫২ দিন ৩ ঘন্টা ৫৭ মিনিট আগে
৪৫৬ দিন ২২ ঘন্টা ৩০ মিনিট আগে
৪৫৭ দিন ১৭ ঘন্টা ১৯ মিনিট আগে
৪৫৮ দিন ১৬ ঘন্টা ৫৪ মিনিট আগে