উত্তর চট্টগ্রামে ঐতিহ্যবাহী মানবিক, স্বেচ্ছাসেবী ও রক্তদাতা সংগঠন মানবতার কল্যাণে আমরা এর চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী রক্তদাতা সংগঠন মানবতার কল্যাণে ব্লাড ডোনার্স সংগঠনের ব্যবস্থাপনায় শনিবার (৭ অক্টোবর) সকাল ০৯টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১নং রেল ক্রসিং সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত সংগঠনের সভাপতি চৌধুরী মোঃ জামান এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জুবাইর হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের উপদেষ্টা এহসান উল্লাহ জাহেদী, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জোবরা পিপি স্কুল এন্ড কলেজের সভাপতি মোঃ হাসান, সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগ ও সিলেট বিভাগের পিপি এডভোকেট মোঃ শামীম, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জায়নুল আবেদীন, বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ শওকত হোসেন পিপিএম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিতোষ শীল, গাজী মোঃ মাইন উদ্দীন, ইঞ্জিনিয়ার মোঃ ফয়সাল, সৈয়দা শাহিদা সুলতানা, মোঃ শাহ আলম, মোহাম্মদ বেলাল, বিবি ফাতেমা নারগিছ, মোঃ আবিদুল ইসলাম, ডাঃ মুহাম্মদ এমদাদুল্লাহ, মোঃ আব্দুর রহিম, মোঃ জামশেদুল আবেদীন, মোঃ শাকিল সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা মোহাম্মদ হাসান বলেন- বর্তমান যুগ এমন একটি যোগ যার বেশির ভাগ যুবকরা মাদকাসক্ত, এই মাদকের মতো ভয়ংকর জিনিস থেকে সরে গিয়ে এমন মানবতার কাজ করা সত্যিই অকল্পনীয়। ফতেপুর সহ পুরো হাটহাজারী বাসীর পক্ষ থেকে মানবতার কল্যাণে আমরা ও মানবতার কল্যাণে ব্লাড ডোনার্সকে অভিনন্দন জানিয়ে আরো বলেন- এই সংগঠনের সাথে আছি, সংগঠন যেনো আরো বেশি মানবিক কাজ করতে পারে সেটার সহযোগীতা করে যাবো।
উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজনের মধ্যে আরো ছিলেন- একটি মাদ্রাসায় আইপিএস প্রদান, শিক্ষা সামগ্রী বিতরণ, গুণীজন সংবর্ধনা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান, বৃক্ষ বিতরণ, কার্যকরী সদস্যদের অভিভাবককে সংবর্ধনা, একবেলা আহার বিতরণ, মাদ্রাসা ও স্কুল ভিত্তিক ইসলামী কুইজ প্রতিযোগিতা।
৪৩২ দিন ২১ ঘন্টা ৩৬ মিনিট আগে
৪৩৯ দিন ২০ ঘন্টা ১৪ মিনিট আগে
৪৪৪ দিন ২৩ ঘন্টা ১৩ মিনিট আগে
৪৪৫ দিন ২২ ঘন্টা ২২ মিনিট আগে
৪৫২ দিন ৩ ঘন্টা ৫৭ মিনিট আগে
৪৫৬ দিন ২২ ঘন্টা ৩০ মিনিট আগে
৪৫৭ দিন ১৭ ঘন্টা ১৯ মিনিট আগে
৪৫৮ দিন ১৬ ঘন্টা ৫৪ মিনিট আগে