জামালপুরের ইসলামপুরে আইনশৃঙ্খলা সভায় সাংবাদিকদের উদ্দেশ্যে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আব্দুন নাছের বাবুলের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগ উঠেছে।
বুধবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সভায় তিনি কটুক্তি করেন। তবে, উপজেলা চেয়ারম্যানের দাবি, তাঁর বিরুদ্ধে অপবাদ ছড়ানো হচ্ছে।
উপজেলা আইনশৃঙ্খলা বৈঠক সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. তানভীন হাসান রুমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলার ওই সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জামাল আব্দুন নাছের বাবুল। প্রেসক্লাবে সাধারণ সম্পাদক ও আইনশৃঙ্খলার কমিটির সদস্য হাফিজ লিটন তাঁর বক্তব্যে 'পৌর শহরের বাইপাস সাড়কে পাথরঘাটা এলাকায় অবৈধভাবে খাল ভরাট করা নিয়ে বলার মাত্রই তেলেবেগুনে জ্বলে উঠেন উপজেলা অ্যাডভোকেট এস এম জামাল আব্দুন নাছের বাবুল। এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন 'সাংবাদিকদের কিছু দিলেই ভালো, না দিলেই খারাপ'। এছাড়া সাংবাদিকদের সম্পর্কে এছাড়া নানাবিধ অশালীন মন্তব্য করেন।
এ ঘটনায় তাৎক্ষণিক সভাস্থল ত্যাগ করেন উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য ও ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন। পরে দুপুরে প্রেসক্লাবের মিলনায়তনে ওই ঘটনায় প্রতিবাদ সভা করেছে কর্মরত সাংবাদিকেরা। প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ লিটনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল হক বাবুল, সিনিয়র সাংবাদিক আব্দুস সামাদ, ওসমান হারুনী, রহিমা সুলতানা মুকুল, কোরবান আলী, এম কে দোলন বিশ্বাস, শহিদুল ইসলাম কাজল, ফারুক আল আজাদ বকুল, রোকনুজ্জামান সবুজ, লিয়াকত হোসাইন লায়ন, সাহিদুর রহমান, ইয়ামিন মিয়া, মশিউর রহমান টুটুল, হোসেন রানা প্রমুখ।
ওই সভায় উপজেলা চেয়ারম্যান এসএম জামাল আব্দুন নাছের বাবুলের সব ধরনের অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নেন সাংবাদিকেরা। এছাড়া আগামী শনিবার ১০ টার দিকে কালো কাপড় মুখে বেঁধে স্থানীয় পৌর শহরের বটতলা মোড়ে অবস্থান কর্মসূচি, রোববার উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধনসহ বিচার চেয়ে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদানসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান এসএম জামাল আব্দুন নাছের বাবুল বলেন, 'আমাকে ভুল বুঝা হচ্ছে। মূলত আমি সাংবাদিকদের বিরুদ্ধে কোনো ধরণের কটুক্তির মন্তব্য করিনি। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ কেউ প্রমাণ করতে পারবে না। '
১ দিন ১৯ ঘন্টা ৭ মিনিট আগে
১ দিন ২২ ঘন্টা ১ মিনিট আগে
৩ দিন ১৬ ঘন্টা ৩১ মিনিট আগে
৪ দিন ১৬ ঘন্টা ৩১ মিনিট আগে
৮ দিন ২২ ঘন্টা ১১ মিনিট আগে
১৩ দিন ১৮ ঘন্টা ৩ মিনিট আগে
১৬ দিন ১৬ ঘন্টা ৫ মিনিট আগে
১৭ দিন ১৬ ঘন্টা ৪৩ মিনিট আগে