জয়পুরহাটে পাথর বোঝাই ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন লাগিয়ে নাশকতা ও বিস্ফোরক মামলার আসামী আমদই ইউনিয়ন ছাত্রদল সভাপতি নাহিদ হোসেন কে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধায় জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল জেলার সদর থানাধীন চৌমুহনী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
শুক্রবার (২৪ নভেম্বর) সকালে প্রেস বিজ্ঞপ্তিতে জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক জানান, গত ১৬ নভেম্বর ভোর সাড়ে ৪টার দিকে পঞ্চগড় থেকে পাথর বোঝাই একটি ট্রাক নওগাঁ যাওয়ার সময় জয়পুরহাট-হিলি সড়কের পুরানাপৈল রেল ক্রসিংয়ে আমদই ইউনিয়ন ছাত্রদল সভাপতি নাহিদ হোসেনসহ আরোও অনেকে ভাংচুরসহ পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন লাগিয়ে দেয়।
এ ঘটনায় জয়পুরহাট থানায় একটি মামলা হলে তথ্য প্রযুক্তি সহায়তায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং এর সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতার অভিযান কার্যক্রম চলমান রয়েছে।
৬ ঘন্টা ৫৯ মিনিট আগে
৯ ঘন্টা ৪৪ মিনিট আগে
২ দিন ৪৭ মিনিট আগে
৩ দিন ১০ ঘন্টা ৭ মিনিট আগে
৫ দিন ১২ ঘন্টা ১১ মিনিট আগে
১২ দিন ১২ ঘন্টা ১৪ মিনিট আগে
১৯ দিন ৯ ঘন্টা ৫২ মিনিট আগে