পিকআপ ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন লাগিয়ে নাশকতা সৃষ্টি সংক্রান্ত বিষ্ফোরক মামলার আসামী হাসান বশরীকে (৩৮) জয়পুরহাটের তেঘরবিশা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।এক-একটা
গ্রেপ্তারকৃত হাসান বশরী জেলার সদর উপজেলার পাঁচুরচক গ্রামের ফজলুল হকের ছেলে।
র্যাব-৫ সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক বুধবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মামলার বরাত দিয়ে জানান, গত ১৮ নভেম্বর রাজশাহীর নওহাটা থেকে জয়পুরহাটে আসার পথে রাত ৯ টার দিকে চকদাদরা ফকিরপাড়া গ্রাম সংলগ্ন খাড়ী ব্রিজের পশ্চিম পার্শ্বে সড়কে পিকআপের গতিরোধ করে হাসান বশরী সহ আরোও ৩০/৩৫ জন লোক পিকআপটি ভাংচুরসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকান্ড সংঘঠনের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করে এবং পিকআপে ইট পাটকেল ও পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়।
এ ঘটনায় জয়পুরহাট সদর থানায় বিষ্ফোরক আইনে একটি মামলা রুজু হলে দুর্বৃত্তরা আত্মগোপন করে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে (২৯ নভেম্বর) বুধবার ভোর সাড়ে ৪ টায় জয়পুরহাটের তেঘরবিশা এলাকা থেকে ওই মামলার আসামি হাসান বশরীকে গ্রেপ্তার করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান কার্যক্রম চলমান রয়েছে।