উত্তরের জেলা জয়পুরহাটে তীব্র শীত জেঁকে বসায় জবুথবু হয়ে পড়েছেন সকল শ্রেণি পেশার মানুষ।
রবিবার (২১ জানুয়ারি) সকালে এখানকার সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস হওয়ায় আগামী দুই দিনের জন্য সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
ঘন কুয়াশার সাথে হিমেল হাওয়ায় চরম বিপাকে পড়েছেন দিন-মজুর ও খেটে খাওয়া মানুষ।প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বাহিরে বের হচ্ছে না। কুয়াশার চাদর ভেদ করে দেরিতে সূর্য উদয় হলেও কমছে না শীতের প্রকোপ। দুপুরের পর কোন কোন দিন সূর্য উঠলেও বেশিক্ষণ তীব্রতা থাকছে না।
ফলে হাসপাতালে বেড়ে চলেছে শীতজনিত রোগীর সংখ্যা। এরমধ্যে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা।