যথাযোগ্য মর্যাদায় জয়পুরহাটে পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। মঙ্গলবার (২৬ শে মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনি ও শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, স্থানীয় প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ আপামর জনতা।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনসহ অন্যান্যরা।
জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৮ টায় জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, মার্চপাস্ট ও কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
এছাড়াও দিবসটি উপলক্ষে জয়পুরহাটে দিনব্যাপী বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি পালন করছে।
১৪ ঘন্টা ১৩ মিনিট আগে
১৪ ঘন্টা ৪১ মিনিট আগে
১৬ ঘন্টা ৫৮ মিনিট আগে
২ দিন ৮ ঘন্টা ১ মিনিট আগে
৩ দিন ১৭ ঘন্টা ২১ মিনিট আগে
৫ দিন ১৯ ঘন্টা ২৫ মিনিট আগে
১২ দিন ১৯ ঘন্টা ২৮ মিনিট আগে
১৯ দিন ১৭ ঘন্টা ৬ মিনিট আগে