জয়পুরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উপলক্ষে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে জেলা মৎস্য অফিসের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সবুর আলী এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিম, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম, সদর উপজেলা সমাজসেবা অফিসার আল ইমরান,
সহ অন্যান্যরা।
এসময় জনপ্রতিনিধি, বিভিন্ন এনজিওর প্রতিনিধি, মৎস্য চাষী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।