সাতক্ষীরার কালিগঞ্জে সাংবাদিকদের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুরাইয়া আফরোজ সুমির মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুরাইয়া আফরোজ সুমী কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাব, কালিগঞ্জ প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও কালিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
আজ রবিবার ১১ ফেব্রুয়ারী বেলা সাড়ে ১২ টার দিকে রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সুরাইয়া আফরোজ সুমী বলেন, আমি একজন বীরমুক্তিযোদ্ধার সন্তান।
বর্তমানে পারিবারিক কর্মকান্ডের পাশাপাশি আমি বিভিন্ন সামাজিক কাজে সম্পৃক্ত হয়ে মানুষের কল্যাণে কাজ করছি। আমি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে বৃহৎ পরিসরে মানুষের সেবা করার সুযোগ পাবো। সুরাইয়া আফরোজ সুমী আসন্ন নির্বাচনে বিজয়ী হতে গণমাধ্যমকর্মীসহ সমাজের সর্বস্তরের মানুষের দোয়া, আশির্বাদ ও সমর্থন কামনা করেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক এসএম গোলাম ফারুক, অর্থ সম্পাদক ও কালিগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজী মিজানূর রহমান, সদস্য বাবলা আহমেদ, কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ সাদেকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, কার্যনির্বাহী সদস্য মোখলেসুর রহমান মুকুল, রিপোর্টার্স ইউনিটির তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক জিএম মামুন, সদস্য নজরুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক জামাল উদ্দীন, সদস্য মো: আবু বক্কর সিদ্দিক, মোল্যা আব্দুস সালাম, মো. শের আলী, আব্দুল মাজিদ, অনলাইন প্রেসক্লাবের সদস্য এস এম তাজুল হাসান সাদ প্রমুখ।
প্রসঙ্গত, সুরাইয়া আফরোজ সুমী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের সাবেক কমান্ডার এবং মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম এর একমাত্র কন্যা। তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিট এর সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
৫ দিন ২৩ ঘন্টা ১৮ মিনিট আগে
৬ দিন ২২ ঘন্টা ২১ মিনিট আগে
৮ দিন ২১ ঘন্টা ১৩ মিনিট আগে
১১ দিন ২০ ঘন্টা ৪০ মিনিট আগে
১৮ দিন ২১ ঘন্টা ৩২ মিনিট আগে
২০ দিন ২ ঘন্টা ৪৫ মিনিট আগে
২০ দিন ২১ ঘন্টা ৪ মিনিট আগে
২২ দিন ১ ঘন্টা ১২ মিনিট আগে